ইটভাটা মালিকদের হয়রানি বন্ধসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান 

Date:

ইটভাটা মালিকদের হয়রানি বন্ধসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান  হয়রানি বন্ধসহ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে যশোর ইট প্রস্তুতকারী মালিক সমিতি। মঙ্গলবার দুপুর ১২টায় জেলার আট উপজেলার নির্বাহী অফিসারের মাধ্যমেও এ স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকাল থেকেই যশোর সদর উপজেলা পরিষদসহ সকল উপজেলা পরিষদে শত শত ইটভাটা মালিক ও শ্রমিক অবস্থান‌ নেয়। এসময় তারা সেখানে তাদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি কাজী নাজির হোসেন মুন্নু বলেন, ইট শিল্পের সঙ্গে প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মচারী জড়িত।
বিভিন্ন সময় অভিযানের নামে বিভিন্ন ইটভাটায় হানা দিয়ে জেল ও জরিমানা আদায় করা হচ্ছে। এখন সরকার নানা অজুহাতে ইটভাটা বন্ধের চক্রান্ত করছে। এটি কখনও হতে দেয়া হবেনা বলে তিনি জানান।
 তিনি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনের জন্য তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।
ইটভাটা মালিকদের হয়রানি বন্ধসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান  স্মারকলিপি প্রদানকালে অন্যান্যর মধ্যে যশোর জেলা ইট প্রস্ততকারী সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবুল, সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Popular

More like this
Related

সাংবাদিকের বেতন ৩০ হাজারের নিচে হলে পত্রিকা বন্ধ করে দেওয়া হবে: প্রেস সচিব

সাংবাদিকের বেতন ৩০ হাজারের নিচে হলে পত্রিকা বন্ধ করে...

যশোরের কেশবপুরে ভোটের মাঠে নতুন সমীকরণ, তৎপর বিএনপি-জামায়াত

যশোরের কেশবপুরে ভোটের মাঠে নতুন সমীকরণ, তৎপর বিএনপি-জামায়াতত্রয়োদশ সংসদ...

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হলেন যশোরের নার্গিস বেগম

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হলেন যশোরের নার্গিস বেগম...

ঝড় ও বজ্রবৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ঝড় ও বজ্রবৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস...