ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে “বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে সিয়ামের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার বিকালে পার্ক ভিউ কমিউনিটি সেন্টার এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা শোয়াইব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদের সাবেক ডীন প্রফেসর ডঃ মুহাম্মদ ফারুক আহমাদ, ইসলামী আইনজীবী পরিষদ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অ্যাডভোকেট নূর ইসলাম (নূরুল)।
ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল হালিম মিঞার সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের জেলা সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, জয়েন্ট সেক্রেটারি এইচএম মহসিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আব্দুর রশিদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ,প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান,
অর্থ সম্পাদক আখতারুজ্জামান তাজু,দপ্তর সম্পাদক মুফতি মঈন উদ্দিন,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক প্রভাষক ফজলুল করিম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুন্না,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ যশোর জেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি আবুল বাশার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মুফতি আবুজর , ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন প্রমূখ।