ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব :গোলাম রসুল

Date:

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব :গোলাম রসুল বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন, নামাজ ও রোজার মতোই যাকাত আদায় করাও একটি ফরজ ইবাদত, যা দারিদ্র্য দূরীকরণে অন্যতম প্রধান মাধ্যম। যাকাত সম্পদের পবিত্রতা অর্জনের সর্বোত্তম পন্থা এবং দরিদ্রদের হক। যাকাতভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজে ধনী দরিদ্রের ভারসাম্য বজায় থাকবে।-যা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি আরও বলেন, যাকাত ইসলামী অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের ৯০% জনগণ মুসলিম হলেও ধনী-দরিদ্রের ব্যবধান বাড়ছে। এই বৈষম্য দূর করতে যাকাতের সঠিক বণ্টন নিশ্চিত করতে হবে। এটি কেবল দারিদ্র্য বিমোচন নয়, বরং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের একটি উপায়। যাকাতভিত্তিক অর্থনীতি চালুর মাধ্যমে সুদমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। সুদ মানুষকে শোষণ করে, আর যাকাত সমাজের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে। শুধু যাকাত আদায় নয়, ইসলামের সার্বিক বিধান বাস্তবায়নের জন্য প্রতিটি মুসলমানকে প্রচেষ্টা চালাতে হবে।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে শহরের রেড-টাউন হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সাংগঠনিক জেলার পেশাজীবী থানা এবং জয়তী সোসাইটিতে যশোর চ্যারিটির উদ্যোগে সূধি সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক জেলার পেশাজীবি থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু ফয়সাল এর সঞ্চলনায়  প্রধান অথিতির বক্তব্যে আধ্যাপক গোলাম রসুল আরো বলেন, আল্লাহ ধনীদের সম্পদের ওপর দরিদ্রদের অধিকার দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থাপনা কার্যকর না থাকায় জামায়াতে ইসলামী প্রাতিষ্ঠানিকভাবে যাকাত আদায় ও বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছে। সকল সামার্থবান ব্যক্তিকে জামায়াতের এই কার্যক্রমে যুক্ত হয়ে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান ।
অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য দেন যশোর জেলা সহকারি সেক্রেটারি বেলাল হোসাইন। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তারবিয়াত সেক্রেটারি আধ্যাপক আবু মাহাদি, পেশাজীবী থানার অফিস সেক্রেটারি গাউসুল আজম, সমাজ কল্লাণ সেক্রেটারি রেজওয়ান হোসেন।
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব :গোলাম রসুল এদিকে চ্যারিটি যশোরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শহর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট গাজী এনামুল হক।

Popular

More like this
Related

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি’র কর্মী গুরুতর আহত

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি'র কর্মী গুরুতর আহত...

যশোরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

যশোরের অভয়নগরের পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে।বুধবার উপজেলার পঁচামাগুরা...

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের...

হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন...