উত্তর গাজায় ১০০ দিনে নিহত বা নিখোঁজ ৫ হাজার

Date:

উত্তর গাজায় ১০০ দিনে নিহত বা নিখোঁজ ৫ হাজারগাজার উত্তরাঞ্চলের অবরুদ্ধ বেইত হানুন শহরে ভবনগুলোর ধ্বংসাবশেষ পড়ে রয়েছে
ইসরায়েলি বাহিনীর ১০০ দিনের সামরিক অবরোধ-হামলায় উত্তর গাজায় প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য চুক্তির আলোচনার মধ্যেই হামলার মাত্রা আরও তীব্র হয়েছে।

হাসপাতাল সূত্র রোববার আল জাজিরাকে জানায়, অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানের ফলে উত্তর গাজায় আরও সাড়ে ৯ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজা সরকারের তথ্য দপ্তর ইসরায়েলি বাহিনীর অবরোধ-হামলাকে ‘জাতিগত নিধন, বাস্তুচ্যুতি এবং ধ্বংসের সবচেয়ে ভয়াবহ রূপ’ হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলি বাহিনীর অবরোধ ওই অঞ্চলের লাখো মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

আল জাজিরার সাংবাদিক হিন্দ খোদারি মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে জানান, উত্তর গাজা এখন এক ‘ভুতুড়ে এলাকা’। সেখানে ব্যাপক ধ্বংসস্তূপ পড়ে আছে। কিছু মানুষ ওই অঞ্চল ছেড়ে না যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করেছেন।

তিনি বলেন, আমরা দেখছি, গাজা উপত্যকার প্রতিটি স্থানে ফিলিস্তিনিদের পরিকল্পিতভাবে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। আপনি স্কুলে, আশ্রয়কেন্দ্রে, অস্থায়ী শিবিরে বা এমনকি হাসপাতালে থাকুন না কেন, তাতে কিছুই আসে যায় না।

উত্তর গাজার প্রধান স্বাস্থ্যকেন্দ্র কামাল আদওয়ান হাসপাতাল গত ডিসেম্বরের শেষে ইসরায়েলি বাহিনীর আগুনে পুড়ে যায়। এটি তাদের অবরোধেরই অংশ ছিল। এরমধ্যেই গ্রেপ্তার হন হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া। তার অবস্থান বা পরিণতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ইসরায়েলি রাজনীতিকদের পাশাপাশি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো উত্তর গাজায় বসতি নির্মাণের পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করছে। এমন পরিস্থিতিতে গাজার ওপর ইসরায়েলি অবরোধ থামার কোনো ইঙ্গিত এখনও দেখা যাচ্ছে না।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানায়, ইসরায়েল এ পর্যন্ত অন্তত ৪৬ হাজার ৫৬৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েলি বাহিনীর হামলায় এক লাখ ৯ হাজার ৬৬০ জন আহত হয়েছেন। আর গত এক দিনে ২৮ জন নিহত হয়েছেন।

Popular

More like this
Related

যশোর চাঁচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোর চাঁচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি দোয়া ও ইফতার...

যশোরে দু’জন ছুরিকাহত

যশোরে দু'জন ছুরিকাহত  যশোরে সন্ত্রাসীদের হামলায় আলাদা দুটি ঘটনায়...

৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই: জামায়াত আমির

৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে...

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে চৌগাছায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল 

চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে চৌগাছায় ইসলামী ছাত্র...