কেশবপুরে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফার মৃত্যু, বিভিন্ন মহলের শোক 

Date:

কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা (৫৯) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কেশবপুর পৌর শহরের থানার মোড়ের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার সকালে জানাজা শেষে উপজেলার প্রতাপপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
গাজী গোলাম মোস্তফা ২০০৩ সাল থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দলটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার পূর্বে তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও ছাত্রলীগের সভাপতিও ছিলেন। গাজী গোলাম মোস্তফার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে শোক বিরাজ করছে। জানাজায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, এইচ এম আমির হোসেন, জামাত নেতা মোক্তার আলী, চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন, বিএনপির নেতা হুমায়ন কবির পলাশ, জামাত নেতা অ্যাডভোকেট ওজিয়ার রহমান প্রমুখ।

Popular

More like this
Related

যশোরে জামাতের আরবপুর ইউনিয়ন অফিস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত

আজ শুক্রবার বাদ আছর যশোরে জামাতের আরবপুর ইউনিয়ন শাখার...

যশোরের চাচড়ায় ইউপি চেয়ারম্যানের জমি দখল,থানায় অভিযোগ

যশোরের চাচড়ায় ইউপি চেয়ারম্যানের জমি দখল,থানায় অভিযোগ যশোরের মাহিদিয়া...

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুভোচ্ছা মিছিল অনুষ্ঠিত

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুভোচ্ছা মিছিল অনুষ্ঠিত যশোরের...

দলের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: রবিউল ইসলাম

দলের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে:...