গাজায় ইসরাইলি হামলায় নিহত ২১, লেবাননেও বহু হতাহত

Date:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বোমা হামলায় আরও ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে চলা ইসরাইলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। অন্যদিকে, লেবাননেও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

শনিবার (১১ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা ইয়েমেনের হুথি যোদ্ধাদের নিয়ন্ত্রিত স্থাপনাগুলোতে আক্রমণ করেছে। ইসরাইলি হামলার শিকার এই অবকাঠামোগুলোর মধ্যে রাজধানী সানার কাছে অবস্থিত একটি বিদ্যুৎকেন্দ্র এবং হোদেইদাহ ও রাস ইসার বন্দরও রয়েছে।

এদিকে লেবাননের দক্ষিণে ইসরাইলি বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল জাজিরা। তবে কতজন আহত ও নিহত হয়েছেন তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। যদিও ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা এখনও লেবাননের সাথে ‘যুদ্ধবিরতি মেনে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ’

অন্যদিকে শুক্রবার ভোর থেকে গাজাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে আরও ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ৪৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নির্বিচার এই হামলায় আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ।

এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর হামলার কারণে গাজায় প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

Popular

More like this
Related

যশোরে জামাতের আরবপুর ইউনিয়ন অফিস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত

আজ শুক্রবার বাদ আছর যশোরে জামাতের আরবপুর ইউনিয়ন শাখার...

যশোরের চাচড়ায় ইউপি চেয়ারম্যানের জমি দখল,থানায় অভিযোগ

যশোরের চাচড়ায় ইউপি চেয়ারম্যানের জমি দখল,থানায় অভিযোগ যশোরের মাহিদিয়া...

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুভোচ্ছা মিছিল অনুষ্ঠিত

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুভোচ্ছা মিছিল অনুষ্ঠিত যশোরের...

দলের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: রবিউল ইসলাম

দলের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে:...