গাজায় গণহত্যার প্রতিবাদ ও ন্যায়সঙ্গত দাবিতে বিপ্লবী কমিউনিস্ট লীগের গণ মিছিল মার্কিন মদদে ইসরায়েলের গাজায় গণহত্যার প্রতিবাদে এবং দেশে নারী ও শিশু নির্যাতন,পরিকল্পিত মব সন্ত্রাস বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, রেশনিং ব্যবস্থা চালু, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, যশোর জেলা কমিটি এক গণ মিছিলের আয়োজন করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পার্টির জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে প্রেসক্লাব যশোরের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান। তিনি বলেন, “গাজায় চলমান গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি দেশের অভ্যন্তরে চলমান সংকট নিরসনে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
তিনি আরও বলেন,শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে এবং ঈদের আগেই শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে হবে।”
গণ মিছিলে বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।