চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় মিঠু হোসেন (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৬ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গুয়াতলি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিঠু এর আগে কয়েকবার ধর্ষণ কেচে ধরা পড়ছিল মিঠু আহমেদ একই গ্রামের আব্দুস সালামের ছেলে।
ভুক্তভোগী শিশু মেয়েটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
শিশুটির বাবা অভিযোগ করে বলেন, বেলার ১১ টার দিকে তার ৩য় শ্রেণিতে পড়ুয়া মেয়ে তাদের বাড়ির সামনে খেলা করছিল। মেয়েটির দাদী পাশের বাগানে মেহগনি গাছের পাতা কুড়াচ্ছিল। এসময় মিঠু শিশুটিকে তার দাদী ডাকছে বলে ডেকে নিয়ে যায়। বাগানের মধ্যে নেওয়ার আগেই মিঠু শিশুটির মুখ চেপে ধরলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে মেয়েটির জামা ছিড়ে যায়। এক পর্যায় শিশুটি মিঠুর হাতে কামড় দিলে মিঠু তাকে ছেড়ে দেয়। এসময় শিশুটি চিৎকার করলে তার দাদী ও প্রতিবেশিরা এগিয়ে আসলে মিঠু পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সঞ্চিতা সেন বলেন, শিশুটির মুখে ও বুকে আঁচড়ের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেফার করা হয়েছে।
ঘটনার তদন্তকারি কর্মকর্তা চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) মারুফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।