চৌগাছায় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান
ইটভাটা বন্ধের প্রতিবাদে যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল করেছেন ইটভাটা মালিক ও শ্রমিকরা। মঙ্গলবার (৪মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদ সড়ক হয়ে শহরের ভাস্কর্য মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এরআগে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন যশোর জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইটভাটা মালিক সমিতির সদস্য জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটভাটা মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, চৌগাছা ইটভাটা মালিক সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা সাবেক জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক চৌগাছা পৌর বিএনপির সেক্রেটারি আব্দুল হালিম চঞ্চল, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, রিয়াজুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলার সকল ইটভাটার মালিক এবং বিভিন্ন ইটভাটার শ্রমিকরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের ভাস্কর্য মোড়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
চৌগাছায় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, ইটভাটা মালিক সমিতির সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, পৌর বিএনপির সেক্রেটারি ও ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, মালিক সমিতির সদস্য ও সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, সদস্য শফি উদ্দিন মল্লিক প্রমুখ।