চৌগাছায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪, একজন পলাতক

Date:

চৌগাছায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪, একজন পলাতক যশোরের চৌগাছায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ মার্চ) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেল অভিযান চালিয়ে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া দক্ষিণপাড়া ও তারিনিবাস কদমতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ৯০০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করা হলেও পুড়াপাড়া খালপাড়ার মনু মিয়ার ছেলে মিঠু সরকার (৪১) পালিয়ে যান।
গ্রেফতারকৃতরা হলেন আন্দুলিয়া দক্ষিণপাড়ার বাবলু রহমানের ছেলে সুমন হোসেন (২৫), দিঘড়ী খাঁ পাড়ার মশিয়ার রহমানের ছেলে উজ্জল হোসেন (৩০), হাজরাখানা কারিগরপাড়ার আব্দুল খালেকের ছেলে জালাল উদ্দীন (৩৫) ও তারিনিবাস কদমতলার প্রল্লাদ হোসেন ফকির (৬৫)।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান। মোবাইল কোর্টের রায়ে গ্রেফতারকৃতদের যথাক্রমে ৭, ১০ ও ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০, ৫২০ ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া, প্রল্লাদ হোসেন ফকিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চৌগাছায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লায়েকুজ্জামান, উপ-পরিদর্শক সাইদুর রহমান ও অন্যান্য কর্মকর্তারা।

Popular

More like this
Related

যশোরে জামায়াতের ইফতার মাহফিল ও বদর দিবস পালিত 

যশোরে জামায়াতের ইফতার মাহফিল ও বদর দিবস পালিত  যশোরে...

অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপির পৃথক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত 

অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপির পৃথক জরুরী মতবিনিময়...

যশোরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

যশোরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত যশোর শহরের রেল রোড...

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২০০ ছাড়াল

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২০০ ছাড়াল ফিলিস্তিনের অবরুদ্ধ...