চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পদত্যাগ করলেন বাংলাদেশ কোচ

Date:

চ্যাম্পিয়ন্স ট্রফির আর খুব বেশি সময় বাকি নেই। প্রাথমিক দল আইসিসিকে দেওয়া হয়ে গেছে। এই সময় সব দলই প্রস্তুতি নিচ্ছে পুরুষদের ক্রিকেটে চলতি বছরের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে।

তবে ঠিক এই সময়ে এসে বাংলাদেশ ক্রিকেট ধাক্কা খেল একটা। জাতীয় দলের কোচিং প্যানেলের সদস্য ও সহকারী কোচ নিক পোথাস দায়িত্ব ছেড়ে দিয়েছেন। ২০২৬ সালের মার্চ পর্যন্ত মেয়াদ থাকলেও তিনি সরে দাঁড়িয়েছেন তার অনেক আগেই।

কারণ হিসেবে তিনি বিসিবিকে জানিয়েছেন পারিবারিক সমস্যার কথা। তিনি সম্প্রতি আবেগঘন এক স্ট্যাটাসে বাংলাদেশ অধ্যায় শেষ করার কথা জানান। তিনি লিখেন, ‘সব ভালো জিনিসেরই শেষ আছে, সবকিছুর মতো এটারও শেষ হতেই হতো। বিসিবির সাথে থাকাকালে কিছু দারুণ মানুষের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। অসামান্য স্মৃতি তৈরি করেছি, সঙ্গে আমরা দারুণ কিছু ইতিহাসও রচনা করেছি, নতুন রেকর্ড গড়েছি।’

আপাতত পরিবারকে সময় দেবেন পোথাস। তিনি বলেন, ‘এখন বাড়িতে কিছুটা সময় কাটাচ্ছি আমি। পরের অধ্যায়ে কী আছে দেখা যাবে। বাংলাদেশের সামনে রোমাঞ্চে ভরা একটা বছর, শুভকামনা রইল, তোমাদের মিস করব।’

২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান নিক পোথাস। ২০২৬ সালের মার্চ পর্যন্ত ছিল তার চুক্তির মেয়াদ। তার ১৪ মাস আগেই তিনি সরে গেলেন নিজে থেকে। বাংলাদেশ দলে তিনি বিশেষ করে কাজ করেছেন ফিল্ডিং নিয়ে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি।

পোথাস বাংলাদেশ দলে ছিলেন সহকারী কোচ হিসেবে। ঠিক সে পদে না হলেও মোহাম্মদ সালাউদ্দিন আছেন সিনিয়র সহকারী কোচ হিসেবে, যিনি এখন করছেন ব্যাটিংয়ের দেখভাল, ফিল্ডিং নিয়ে কাজ করার অভিজ্ঞতাও তার আছে বেশ। বাংলাদেশের কোচের পদে এখন আছেন ফিল সিমন্স। বোলিং কোচের দায়িত্বে আছেন আন্দ্রে অ্যাডামস।

Popular

More like this
Related

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি’র কর্মী গুরুতর আহত

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি'র কর্মী গুরুতর আহত...

যশোরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

যশোরের অভয়নগরের পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে।বুধবার উপজেলার পঁচামাগুরা...

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের...

হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন...