যশোরে জুলাই বিপ্লবে নিহত ও আহতদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের জুলাই বিপ্লবে নিহত ২৫ জন ও আহত ৫ জনের পরিবারের মাঝে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা আন্দোলন করেছিলো সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের। সেটা করতে না পারলে আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছেন তাদের রক্ত বৃথা যাবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।