রেল চলাচলে বিঘ্ন ঘটায় টিকিটের টাকা বাংলাদেশ রেলওয়ে ফেরত দেবে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের দাবি বহুলাংশে মেনে নেওয়া সত্ত্বেও তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে সরে আসেনি। এ কারণে আজ ২৮ জানুয়ারি থেকে রেল চলাচলে বিঘ্ন ঘটতে পারে। রেলের যাত্রা বাতিল হলে পূর্বে ক্রয়কৃত টিকিটের টাকা বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ফেরত দেওয়া হবে।