ড. ইউনূস-মোদীর বৈঠকের জন্য প্রস্তুত ঢাকা, দিল্লির জবাবের অপেক্ষা

Date:

ড. ইউনূস-মোদীর বৈঠকের জন্য প্রস্তুত ঢাকা, দিল্লির জবাবের অপেক্ষা পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন জানিয়েছেন, থাইল্যান্ডের বিমসটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের জন্য প্রস্তুত ঢাকা, আমরা দিল্লির জবাবের অপেক্ষায় আছি।
মঙ্গলবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন ও থাইল্যান্ড সফর সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে  জানতে চাওয়া হয়, বিমসটেক সম্মেলনের সাইড লাইনে মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হবে কি না। এই প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন বলেন, আমরা যে কোনো দেশের সঙ্গে শীর্ষ পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠক আমরা গুরত্বপূর্ণ মনে করি। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষিতে এই বৈঠকটি আমরা গুরত্ব দিয়ে দেখছি এবং আমরা আশা করছি এই বৈঠকটি যদি অনুষ্ঠিত হয় তাহলে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে যে সৃষ্ট স্তবিরতা, সেটা কেটে যাওয়ার সম্ভবনা আছে।
জসীম উদ্দিন বলেন, আমাদের দিক থেকে বলতে পারি, আমরা এই বৈঠকের জন্য প্রস্তুত আছি। ভারতের দিক থেকে আমরা একটা ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি।
ইউনূস-মোদীর বৈঠকের জন্য ঢাকা প্রস্তুত, তবে কি দিল্লি প্রস্তুত কিনা- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, দিল্লি প্রস্তুত কিনা, সেটা দিল্লি বলবে। আমরা এই বৈঠকের অপেক্ষায় থাকব।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আব্দুল মোতালেব সরকার, মোহাম্মদ নূরে আলম ও মোহাম্মদ রফিকুল আলম।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন। এটাই হবে প্রধান উপদেষ্টার প্রথম কোনো দেশে দ্বিপক্ষীয় সফর। চীন থেকে ফিরে আসার পর আগামী ৩ এপ্রিল বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি থাইল্যান্ড যাবেন।

Popular

More like this
Related

হামজার অভিষেক ম্যাচে বাংলাদেশের ড্র

ম্যাচের শুরুতেই কিছু সহজ সুযোগ কাজে লাগাতে পারলে আজেকের...

যশোরের বিএনপি ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোরের বিএনপি ইফতার মাহফিল অনুষ্ঠিত  যশোরে বিএনপির ভাইস চেয়ারম্যান...

সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুবের আবির্ভাব হয়েছে: মির্জা ফখরুল

সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুবের আবির্ভাব হয়েছে: মির্জা ফখরুল বিএনপি...

সচিবালয় এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০

সচিবালয় এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০ ঈদের আগে বকেয়া...