তরিকুল ইসলামের কবর জিয়ারতে বিএনপি নবনির্বাচিত কমিঠির নেতৃবৃন্দ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন যশোর জেলা বিএনপির নবনির্বাচিত কমিঠির নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে শহরের কারবালা কবরস্থানে গিয়ে তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু,শেখ শহিদুল বারী রবু, এ্যাড.ইসহক,যশোর চেম্বার অব কর্মাসের সভাপতি মিজানুর রহমান খান,হাজী আনিচুর রহমান মুকুল,
তরিকুল ইসলামের কবর জিয়ারতে বিএনপি নবনির্বাচিত কমিঠির নেতৃবৃন্দ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন,যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল,সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ, আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল প্রমুখ।