দিনব্যাপী নানা খেলা আয়োজনের মাধ্যমে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়েছে।
সোমবার সকালে উদ্বোধন করেন কলেজটির ভারপ্রাপ্ত অধক্ষ্য মফিজুর রহমান। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে সূচনা সোমবার সকালে (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে।
পরে বেলুন ফেস্টুন উড়ানোর মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজটির ভারপ্রাপ্ত অধক্ষ্য মফিজুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠানের আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুর কাদেরসহ কলেজটির শিক্ষকৃন্দ।মূল প্রতিযোগিতা শুরু হওয়ার আগে কলেজটির ১৯ টি ডির্পামেন্ট তাদের বিভাগের নাম নিয়ে একে একে প্রদর্শন করে। এরপর শুরু হয় মূল প্রতিযোগিতা।
কলেজটির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মোট ২৩টি ইভেন্টে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠিত ইভেন্টেরগুলো ছেলে ও মেয়েদের জন্য নির্ধারিত স্ব-স্ব ইভেন্টে প্রতিযোগিতা কবেন ।
উদ্ধোধনকালে অতিথিবৃন্দরা বলেন সুস্থ দেহ গঠন,মনন ও মেধাকে শাণিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একাডেমিক ক্ষেত্রে উৎকর্ষ সাধনের পাশাপাশি খেলাধুলায়ও নৈপুণ্য দেখানো প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের উৎফুল্ল রাখাই আমাদের অন্যতম লক্ষ্য। বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ উপস্থিত ছিলেন এমএম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ন-আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু টিটোন তরফদার, বৈষম্য বিরোধী যশোরের মুখপাত্র ফাহিম আল্ ফাত্তাহ্, যুগ্ন-আহ্বায়ক আব্দুল হাকিম, ছাত্রনেতা, আনোয়ার হোসেন, আব্দুস সামাদসহ কলেজটির বহু সংখ্যক শিক্ষার্থী।