রাসেল মাহমুদ।। পদ্মা সেতু সংশ্লিষ্ট ঢাকা-যশোর রেলপথ প্রকল্পের কল্যাণে ভাগ্য খুলবে যশোর সদর উপজেলার রূপদিয়া (স্টেশন রূপদিয়া) সহ এ অঞ্চলের মানুষের এমন স্বপ্নের যেন গুড়েবালি। স্থানীয়দের মাঝে বেশ উদ্দিপনার সৃষ্টি হয়েছিলো এই পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে।
আশা ছিলো বদলে যাবে রূপদিয়ার আর্থ-সামাজিক উন্নয়নের চালচিত্র। এর ফলে কর্মসংস্থানের পাশাপাশি এঅঞ্চলের মানুষের মাথাপিছু আয় বাড়ার সম্ভাবনার হাত ছানিতে ছাই পড়তে বসেছে। পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার ব্রডগেজ রেললাইন ও ১৪টি নতুন স্টেশন নির্মাণকাজ শেষ হয়েছে। এ আওত্বায় নতুন করে দৃষ্টিনন্দন দৃশ্যয়ন নির্মাণ করা হয়েছে যশোরের রূপদিয়া রেলওয়ে স্টেশন’টি। প্রায় ৪০ বছরের পুরোনো রূপদিয়ার রেলওয়ে স্টেশন ভবনটি ইতিমধ্যে নতুন রুপে তৈরি করেছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ।
ঢাকা এবং যশোরের সঙ্গে রেলওয়ে সংযোগ স্থাপনের নির্মাণ কাজ একই সঙ্গে শুরু হয়েছে ২০২৩ সালে সমাপ্ত হওয়ার কথা ছিলো। কথা ছিলো ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে মোট ১৭ টি রেলওয়ে স্টেশন পার করে পদ্মবিলা জংশন হয়ে রূপদিয়া রেলওয়ে স্টেশনে পৌছাবে পণ্য ও যাত্রীবাহী ট্রেন গুলো। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-যশোর রেলপথ চালু হলে মাত্র ২ ঘন্টা ১৫ মিনিটে রূপদিয়া থেকে ঢাকা পৌচ্ছানো যাবে। রূপদিয়া রেলওয়ে স্টেশনে কম্পিউটার বেজড সিগন্যালিং ব্যবস্থা রাখা হয়েছে। পণ্যবাহী ট্রেনগুলো রূপদিয়া রেলওয়ে স্টেশনে এসে আনলোড হবে। রূপদিয়া থেকে জামদিয়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী, মহেশপুর, মুকসুদপুর, নগরকান্দা, ভাঙা, শিবচর, জাজিরা, মাওয়া, শ্রীনগর, নিমতলি,কেরানীগঞ্জ, গেন্ডারিয়া, কমলাপুর রেলওয়ে স্টেশনসহ খুলনাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। যে কোন ভারী পণ্য আমদানি ও রপ্তানির সুযোগ কাজে লাগিয়ে নতুন আয়ের উৎস পাবে রূপদিয়াবাসী।
এ অঞ্চলে উৎপাদিত সকল কৃষি ও শিল্পপণ্য পরিবহন, বিপণন সহজ হবে ফলে আঞ্চলিক বাণিজ্য সমৃদ্ধ সময় ও অর্থ সাশ্রয় হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হওয়ায় নতুন কলকারখানা চালু হওয়ার সম্ভাবনা তৈরি হবে পাশাপাশি স্থানীয় জনগনের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও স্থানীয় জনগন উন্নততর স্বাস্থ্য সেবা, শিক্ষা ও প্রশিক্ষনের জন্য খুব সহজেই রাজধানী ঢাকায় যাতায়াত করতে পারবে। এ অঞ্চলের গার্মেন্টস ও প্রসাধনী ব্যবসায়ীরা কমমূল্যে এসব পন্যসামগ্রী সংগ্রহ ও বিক্রি করতে পারবে। ফলে দ্রুত স্টেশনটি চালুর দাবী স্থানীয়দের।