পলকের স্ত্রীর ২৮ বিঘা জমি জব্দ, ১৯ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

Date:

পলকের স্ত্রীর ২৮ বিঘা জমি জব্দ, ১৯ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ সাবেক তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের ২৮ বিঘা জমি জব্দ ও ১৯টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। একই সঙ্গে তার দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেন আদালত।
পলকের স্ত্রীর ২৮ বিঘা জমি জব্দ, ১৯ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ আদালতে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম পৃথক দুটি আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়েছে, আরিফা জেসমিনের নামে অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরিফা জেসমিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা একান্ত জরুরি।
এর আগে গত ১২ ডিসেম্বর পলক ও তার স্ত্রী আরিফার বিরুদ্ধে মামলা করে দুদক।

Popular

More like this
Related

আবরার ফাহাদ হত্যা : হাইকোর্টের রায় রোববার

আবরার ফাহাদ হত্যা : হাইকোর্টের রায় রোববার বাংলাদেশ প্রকৌশল...

পাকিস্তানসহ ৪৩টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের

পাকিস্তানসহ ৪৩টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের বিভিন্ন দেশের...

দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস দেশের দু'টি বিভাগে ঝড় বৃষ্টি হতে...

রমজানে হৃদরোগীদের ওষুধ

রমজানে হৃদরোগীদের ওষুধ হৃদরোগীরা রোজায় ওষুধ কীভাবে সমন্বয় করবেন,...