পাকিস্তানে তালেবানের হামলায় ১৬ সেনা নিহত

Date:

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী একটি তল্লাশিচৌকিতে তালেবানের হামলায় ১৬ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও পাঁচজন। শুক্রবার রাতে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে বলে শনিবার দুই গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন। খবর এএফপির

নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকিন এলাকার একটি সেনা তল্লাশিচৌকিতে ওই হামলায় ৩০ জনের বেশি অংশ নেন। তিনি আরও বলেন, হামলায় ১৬ সেনা নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন।

হামলা চালিয়ে সশস্ত্র ব্যক্তিরা তল্লাশিচৌকিতে থাকা তারবিহীন যোগাযোগের যন্ত্র, বিভিন্ন নথিপত্র ও অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেন। পরে পালিয়ে যান তারা। আফগান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে পাকিস্তানের অভ্যন্তরে এ হামলা হয়।

ওই কর্মকর্তা বলেন, হামলা চালিয়ে তালেবান তল্লাশিচৌকিতে থাকা তারবিহীন যোগাযোগের যন্ত্র, বিভিন্ন নথিপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেন। পরে পালিয়ে যান তারা। আফগান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে পাকিস্তানের অভ্যন্তরে এ হামলা হয়।

নাম প্রকাশ না করার শর্তে দ্বিতীয় আরেকজন গোয়েন্দা কর্মকর্তা হামলায় হতাহত সেনাদের ওই সংখ্যা নিশ্চিত করেছেন।

পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে। তাদের এক বিবৃতির বরাতে বলা হয়, পাকিস্তানি তালেবানের শীর্ষস্থানীয় কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে চালানো হয়েছে এ হামলা।

Popular

More like this
Related

যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, দুই পাইলট অক্ষত

যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, দুই পাইলট অক্ষত যশোরে...

চৌগাছায় দুই মাদক ব্যবসায়ীর জেল ও জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি:চৌগাছায় দুই মাদক ব্যবসায়ীর জেল ও জরিমানা ...

যশোরে যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই, ছুরিকাঘাতে আহত

যশোরে যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই, ছুরিকাঘাতে...

ঢাকায় এলেন জাতিসংঘ মহাসচিব

 জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছেছেন।...