ফিফা র‌্যাংকিংয়ে লম্বা লাফ সাফজয়ী নারীদের

Date:

কদিন আগেই টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এমন অর্জনের পর ফিফা র‌্যাংকিংয়ে উন্নতিটা প্রত্যাশিতই ছিল। হয়েছেও তাই। ফিফা নারী ফুটবলারদের র‌্যাংকিংয়ে লম্বা লাফ দিয়েছে বাংলাদেশ। সবশেষ নারী ফুটবলের র‌্যাংকিং হালনাগাদে দেখা গেছে এমন চিত্র।

র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে বাংলাদেশ নারী দলের বর্তমান অবস্থান এখন ১৩২ নম্বরে। সবশেষ আগস্টে প্রকাশিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৯ নম্বরে। বর্তমান র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় স্থানে।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের ওপরে অবস্থান ভারত ও নেপালের। সাফের ফাইনালে বাংলাদেশের কাছে হারা নেপাল র‍্যাংকিংয়ে ৪ ধাপ পিছিয়েছে। তাদের বর্তমান অবস্থান ১০৪। আর ভারত এক ধাপ পিছিয়ে এখন ৬৯-এ অবস্থান করছে। বাংলাদেশের পর আছে পাকিস্তান (১৫৭), শ্রীলংকা (১৫৮), মালদ্বীপ (১৬৩) ও ভুটান (১৭২)।

২০২৪ সালের সর্বশেষ র‍্যাংকিংয়ে নারী ফুটবলের ১ নম্বর দল যুক্তরাষ্ট্র, আগেও শীর্ষে ছিল তারা। এক ধাপ করে এগিয়ে দুই ও তিনে উঠেছে যথাক্রমে স্পেন ও জার্মানি। ইংল্যান্ড দুই ধাপ পিছিয়ে চারে।

বাংলাদেশ নারী ফুটবল দলের এযাবতকালের সেরা র‍্যাংকিং ১০০, ২০১৭ সালে। সর্বশেষ তিন বছরেই বাংলাদেশ নারী ফুটবল ১৪০ নম্বরে থেকে ডিসেম্বর শেষ করেছিল।

Popular

More like this
Related

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি’র কর্মী গুরুতর আহত

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি'র কর্মী গুরুতর আহত...

যশোরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

যশোরের অভয়নগরের পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে।বুধবার উপজেলার পঁচামাগুরা...

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের...

হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন...