বরকতময় সেহরি

Date:

বরকতময় সেহরি সেহরি খাওয়া সুন্নাত। এক বা দুই ঢোক পানি খেলেও এ সুন্নাত আদায় হয়ে যাবে। সুন্নাত আদায়ের জন্য পেট ভরে খেতে হবে এটা জরুরি নয়। কারণ সেহরির বরকত রোজাদারকে রোজা রাখতে আলৌকিকভাবে শক্তি জোগায়। সেহরি বলা হয় রোজার নিয়তে সুবহে সাদিকের আগে যে খাবার গ্রহণ করা হয় তাকে। এ প্রসঙ্গে হাদিসের মধ্যে এসেছে, রাসূল (সা.) বলেছেন, তোমরা সেহরি কর। কেননা সেহরির খাবারে বরকত রয়েছে। বুখারি, হাদিস নং ১৯২৩। সেহরির খাবারে আল্লাহর রহমত বর্ষিত হয়। যেটা রোজাদারের শরীরের জন্য খুবই দরকারি। এ প্রসঙ্গে হাদিসের মধ্যে এসেছে, রাসূল (সা.) বলেছেন, সেহরির মধ্যে বরকত রয়েছে। অতএব, তোমরা তা পরিহার কর না; এক ঢোক পানি পান করে হলেও সেহরি গ্রহণ কর। কেননা যারা সেহরি খায় আল্লাহ তাদের ওপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। (মুসনাদে আহমাদ)।
আজানের আগ মুহূর্তে অর্থাৎ শেষ সময়ে সেহরি গ্রহণ করা উত্তম। তবে অবশ্যই সতর্কতামূলক সময় হাতে রেখে সেহরি করতে হবে। শেষ সময় খাওয়া উত্তম সেইজন্য যেন; এমন না হয়ে যায় যে, খেতে খেতে সময় শেষ হয়ে যাচ্ছে। বরং খাওয়া অবশ্যই সুবহে সাদিকের পূর্ব-নিকটবর্তী সময়ের মধ্যেই শেষ করতে হবে। কারণ সেহরি করা যেমন মোস্তাহাব তেমনি তা ওয়াক্তের শেষ দিকে করাও উত্তম। এ প্রসঙ্গে হাদিসের মধ্যে এসেছে, রাসূল (সা.) বলেছেন, আমরা নবিরা এ মর্মে আদিষ্ট হয়েছি যে, সময় হওয়ার সঙ্গে সঙ্গেই ইফতার করব এবং শেষ ওয়াক্তে সেহরি গ্রহণ করব। (মাজমাউজ যাওয়ায়েদ)।
তা ছাড়া সেহরিটা আমাদের রোজা এবং আহলে কিতাবের রোজার মধ্যে পার্থক্য। আহলে কিতাবের অনুসারীরা সেহরি খায় না। আর রোজার বিধানটা এ উম্মতের জন্য প্রথম নয়; বরং পূর্ববর্তী উম্মতের ওপরও রোজার বিধান ছিল। তাই তাদের এবং আমাদের রোজার মধ্যে পার্থক্যের রেখা হলো, সেহরি। এ প্রসঙ্গে হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আমাদের রোজা ও আহলে কিতাবের রোজার মাঝে পার্থক্য হলো সেহরি খাওয়া। (মুসলিম)।
লেখক : ভাইস প্রিন্সিপাল খাদিমুল ইসলাম মাদ্রাসা কামরাঙ্গীরচর, ঢাকা।

Popular

More like this
Related

কাল ৫ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

কাল ৫ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ...

প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে: রিজভী

প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে: রিজভী বিএনপির সিনিয়র...

নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবকে কী বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবকে কী বার্তা দিলেন প্রধান উপদেষ্টা...

জাকাত আদায়ের মাসয়ালা 

জাকাত আদায়ের মাসয়ালা মাসয়ালা: নিজ প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে যে...