বাগআঁচড়ায় ছিনতাইয়ের সময় গুরুতর জখমের শিকার রোকনের মৃত্যু 

Date:

বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি: বাগআঁচড়ায় ছিনতাইয়ের সময় গুরুতর জখমের শিকার রোকনের মৃত্যু  যশোরের শার্শার বাগআঁচড়ায় মোটরসাইকেল গতিরোধ করে কুপিয়ে সাড়ে ৮ লক্ষ টাকা ছিনতাইয়ের সময় গুরুতর জখমের শিকার রোকনুজ্জামান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ১১.৪৫ মিটিনের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে উপজেলার বাগআঁচড়া গ্রামের বাসিন্দা। তার স্ত্রী এক ছেলে এক মেয়ে সন্তান রয়েছে।
নিহত রোকনের পরিবার জানান, ঘটনার দিন আহত রোকনকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন চিকিৎসধীন ছিলেন। হঠ্যাৎ শুক্রবার বিকালে তার শারীরিক অস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি না নিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাগআঁচড়ায় ছিনতাইয়ের সময় গুরুতর জখমের শিকার রোকনের মৃত্যু  এদিকে শনিবার সকালে রোকনের মরদেহ তার গ্রামের বাড়ি শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে। পরে শার্শা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
উল্লেখ:- গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে বাগআঁচড়া গ্রামের বাসিন্দা রোকনুজ্জামান তার শ্যালক রুহুল আমিনের ফিড ব্যবসার বকেয়া টাকা আদায় করে মোটরসাইকেল যোগে নাভারণ বাজার থেকে বাগআঁচড়ায় ফিরছিলেন। পতিমধ্যে আগে থেকে ওতপেতে থাকা ছিনতাইকারীরা তার মোটরসাইকেল গতিরোধ করে কুপিয়ে গুরুতর যখন করে সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে হৃদয় ও ফয়সাল নামে দুইজনকে আটক করেন। পরে আরও দুই আসামী তরিকুল ও রাব্বিকে আটক করতে সক্ষম হন। অভিযানে ছিনতাই হওয়া ৮ লাখ ৩ হাজার টাকাও উদ্ধার করেন পুলিশ। এবং মোট চারজন আসামীকে আদালতে সোপর্দ করা হয়। এবিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

Popular

More like this
Related

কাল ৫ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

কাল ৫ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ...

প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে: রিজভী

প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে: রিজভী বিএনপির সিনিয়র...

নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবকে কী বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবকে কী বার্তা দিলেন প্রধান উপদেষ্টা...

জাকাত আদায়ের মাসয়ালা 

জাকাত আদায়ের মাসয়ালা মাসয়ালা: নিজ প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে যে...