বিপিএল দেখে শিক্ষা হয়েছে, নারী লিগ নিয়ে তাড়াহুড়োকে ‘না’ বিসিবির

Date:

‘নতুন বিপিএল’ নাম নিয়ে আয়োজিত বিপিএল এখন শেষদিকে। ঢাকা থেকে সিলেট-চট্টগ্রাম ঘুরে ঢাকায় আসার আগেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি নানা অসঙ্গতির মাঝ দিয়ে গেছে। পারিশ্রমিক ইস্যু, খেলোয়াড় কেনা এবং সন্দেহজনক পারফরম্যান্সসহ বিভিন্ন বিতর্কে বিরক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই তারা নারী বিপিএল আয়োজন নিয়ে একটু ধীরেসুস্থে এগোচ্ছে।

কদিন আগে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমে বলেছিলেন, তিন দল নিয়ে খুব দ্রুতই শুরু হবে বিপিএল। সেই তিন দলের খসড়াও তারা তৈরি করে ফেলেছিলেন। ধারণা করা হচ্ছিল, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পুরুষদের বিপিএল শেষ হলেই প্রথমবারের মতো পর্দা উঠবে নারী বিপিএলের। সেখানে এসেছে বাগড়া।

তবে ফেব্রুয়ারিতে না হলেও আশা এখনই শেষ হয়ে যাচ্ছে না। জানা গেছে, প্রস্তাবিত প্রথম নারী বিপিএল টুর্নামেন্টের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলোর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস মেয়েদের বিপিএলে অংশ নিতে সম্মতি দিয়েছে।

গতকাল বিসিবির ১৭তম পরিচালনা পর্ষদের সভা শেষে পরিচালক মাহবুব আনাম এবং ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তারা নতুন স্ট্যান্ডিং কমিটি প্রকাশ, কার কি দায়িত্ব, গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম জানান। এসময় নারী বিপিএলের প্রসঙ্গ উঠলে ইফতেখার রহমান মিঠু এক বাক্যে দেন উত্তর, ‘তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত হয়েছে।’

তবে কি অঙ্কুরেই শেষ হতে চলছে নারী বিপিএল আয়োজনের সম্ভাবনা নাকি টুর্নামেন্টটি আবারও পিছিয়ে যাবে অনির্দিষ্টকালের জন্য!

Popular

More like this
Related

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হলেন যশোরের নার্গিস বেগম

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হলেন যশোরের নার্গিস বেগম...

ঝড় ও বজ্রবৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ঝড় ও বজ্রবৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস...

কাশ্মীরের দুটি সংগঠনকে বেআইনি ঘোষণা, ভারতকে তীব্র নিন্দা পাকিস্তানের

কাশ্মীরের দুটি সংগঠনকে বেআইনি ঘোষণা, ভারতকে তীব্র নিন্দা পাকিস্তানের...

ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিবজাতিসংঘ...