বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন

Date:

বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে “কাস্টমস সেবায় প্রতিশ্রুতি দতা নিরাপত্তা প্রগতি” এই শ্লোগানে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৫ পালিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে বেনাপোল কাস্টমস হাউসে অডিটোরিয়ামে দিবসটি উপলে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মুজিদ।

তিনি বলেন, কাস্টমস সংক্রান্ত বিষয়ে সচেতনতা তৈরি এবং অংশীজনদের মধ্যে সৌহার্দ্য স্থাপনের ল্েয ২০০৯ সাল থেকে প্রতি বছর সারা বিশ্বে একযোগে পালিত হয় আন্তর্জাতিক কাস্টমস দিবস। বর্হিবিশ্বের সঙ্গে মিল রেখে বাংলাদেশ কাস্টমসও দতা উয়ন্ননের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমৃদ্ধি আনায়নে তার ঐতিহ্যগত ভূমিকা ও ভবিষ্যত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তাকে যথেষ্ট আন্তরিক হতে হবে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সব নাগরিককে ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার জনাব শেখ আবু ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. কামরুজ্জামান, বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার শরিফুল হাসান, যুগ্ন-কমিশনার হাফিজুর রহমান, যুগ্ন-কমিশনার সুশান্ত পাল ও বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রাহমান।

এ সময় সেমিনারে অংশ নেন কাস্টমস ও বন্দরের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, আমদানি ও রপ্তানিকারকসহ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা।

Popular

More like this
Related

যশোরে জামাতের আরবপুর ইউনিয়ন অফিস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত

আজ শুক্রবার বাদ আছর যশোরে জামাতের আরবপুর ইউনিয়ন শাখার...

যশোরের চাচড়ায় ইউপি চেয়ারম্যানের জমি দখল,থানায় অভিযোগ

যশোরের চাচড়ায় ইউপি চেয়ারম্যানের জমি দখল,থানায় অভিযোগ যশোরের মাহিদিয়া...

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুভোচ্ছা মিছিল অনুষ্ঠিত

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুভোচ্ছা মিছিল অনুষ্ঠিত যশোরের...

দলের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: রবিউল ইসলাম

দলের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে:...