বেনাপোল ইমিগ্রেশনে ইডেন কলেজের ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক সুস্মিতা আটক

Date:

বেনাপোল প্রতিনিধি:: ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে ইডেন কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে (২৫) ও তার ভাই সত্যজিৎ পান্ডে (২৩) আটক হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকার নিউমার্কেট থানায় মামলা রয়েছে । সোমবার সকাল ৯ টার দিকে তারা বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ যৌথভাবে আটক করে।

সুস্মিতা ও তার ভাই মাগুরা জেলার সাতদোহা পাড়া এলাকার স্বপন পান্ডের সন্তান।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইব্রাহীম হোসেন জানান সুস্মিতা পান্ডে ( পাসপোর্ট নং এ ০৮০৯৩৬১৬)ও তার ভাই সত্যজিৎ পান্ডে (পাসপোর্ট নং এ ০৮০৮৩৪৮৩) সকাল ৯ টার সময় বেনাপোল ইমিগ্রেশনে আসে। ইমিগ্রেশন প্রবেশদ্বারে তাদের পাসপোর্ট বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ যাচাই বাছাই কালে তাদের নামে ঢাকার নিউমার্কেট থানায় মামলা পাওয়া যায়। বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের সময় সুস্মিতার নেতৃত্বে সাধারন ছাত্র ছাত্রী নির্যাতন হওয়ায় ঢাকা নিউমার্কেট থানায় মামলা দায়ের হয়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে সুস্মিতার ভাই সত্যজিৎ বলেন তার বিরুদ্ধে কোন মামলা নেই। তাকে অনর্থক আটক করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া বলেন সুস্মিতা ঢাকা ইডেন কলেজের ছাত্রলীগের সাংগঠনিক এর দায়িত্বে থাকার সময় সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে তার ও তার ভাই এর নামে মামলা হয়। সেই মামলায় তাদের আটক দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে আরো কোন মামলা আছে কিনা যাচাই বাছাই চলছে। আগামিকাল তাদের যশোর আদালতে পাঠানো হবে।

Popular

More like this
Related

জাকাত আদায়ের মাসয়ালা 

জাকাত আদায়ের মাসয়ালা মাসয়ালা: নিজ প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে যে...

কারাগারে ‘ডান্ডাবেড়ি বাণিজ্য’

কারাগারে ‘ডান্ডাবেড়ি বাণিজ্য’ কক্সবাজার জেলা কারাগার হয়ে উঠেছে ভয়ংকর...

শত্রুর যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরান

শত্রুর যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরান শত্রুর যে...

বরকতময় সেহরি

বরকতময় সেহরি সেহরি খাওয়া সুন্নাত। এক বা দুই ঢোক...