ভোগাচ্ছে শুকনো কাশি?

Date:

মৌসুম পরিবর্তনের পর পর ৬ মাসের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধাসহ কম-বেশি সবাই সর্দি-কাশির সমস্যায় ভুগছেন। এই সময়ে জ্বর না থাকলেও সবচেয়ে বেশি ভোগাচ্ছে সর্দি বা কাশি।

অনেকের হয়ত কাশি কমাতে কফ সিরাপ খেয়েও খুব একটা কাজ হচ্ছে না। বেশি কষ্ট হচ্ছে শুকনো কাশিতে। বিছানায় শুলেই কাশি শুরু হয়। এতে ঘুমেরও বারোটা বাজছে। এর সঙ্গে গলার অবস্থাও খারাপ হচ্ছে। এমন অবস্থায় সর্দি-কাশির চিকিৎসা হিসেবে কাজে দেবে ঘরোয়া কিছু টোটকা। চলুন সেগুলো জানি—
* রোজ সকালে ঘুম থেকে উঠে হালকা গরম পানি পান করুন। এতে কাশির সমস্যা থেকে মুক্তি মিলবে এবং গলায় আরাম মিলবে। পাশাপাশি এই মৌসুমে শরীরও গরম থাকবে।

* যদি সম্ভব হয় প্রতিদিন এক চামচ করে খাঁটি মধু খান। মধু কাশি কমাতে দারুণ সহায়ক।

* আপনার গলা ব্যথা হলে লবণ দিয়ে হালকা গরম পানি নিয়ে গার্গে‌ল করতে পারেন। এতে শুকনো কাশির হাত থেকে মুক্তি মিলতেও পারে।

* আদা দিয়ে চা পান করলে শুকনো কাশি ও গলা ব্যথা কমাতে দারুণ উপকারী। গরম পানিতে একটু আদা থেঁতো করে ফুটিয়ে নিন। তাতে চা দিয়ে পান করুন।

* এই মৌসুমে ভুলেও ঠান্ডা পানিতে গোসল করবেন না। হালকা গরম পানিতে গোসল করুন। কাতে আপনার কাশি, সাইনাসের সমস্যা এবং বুকে জমে থাকা কফের হাত থেকে মুক্তি পাবেন।

* ধূমপান ও বায়ুদূষণ কাশির একটি অন্যতম কারণ। তাই ধূমপান বর্জন করুন।

* ধুলাবালুতে কাশি হলে ঘর ঝাড়ু দেওয়া, ঝুল ঝাড়া ইত্যাদি এড়িয়ে চলুন।

* ঠান্ডায় সমস্যা হলে গোসলে হালকা গরম পানি ব্যবহার করুন। খুব ঠান্ডা পানি পান করবেন না।

* লিকার চা, কুসুম গরম পানিতে মধু ও লেবুর রস, গরম স্যুপ ইত্যাদি কাশি সারাতে সাহায্য করে।

* গরম পানির ভাপ নিতে পারেন, দীর্ঘদিন ধরে কাশিতে ভুগলে বিশেষ করে ধূমপায়ীরা সতর্ক হোন ও চিকিৎসকের পরামর্শ নিন।

Popular

More like this
Related

হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন...

যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত...

রাফিনিয়া-ইয়ামাল নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে বার্সা

রাফিনিয়া-ইয়ামাল নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে বার্সা প্রথম লেগে এগিয়ে থাকা...

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর...