ভ্যান হারিয়ে যশোরে নতুন ভ্যান পেলো শিশু মোতালেব

Date:

ভ্যান হারিয়ে যশোরে নতুন ভ্যান পেলো শিশু মোতালেব  ভ্যানের চাকায় ঘুরতো মোতালেব পরিবারের জীবন ও জিবিকা। ভ্যান হারিয়ে অসহায় হয়ে পড়া সেই ভ্যান চালক মোতালেব পেলেন নতুন ভ্যান। প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী উদ্যোগে শিশুটিকে ইঞ্জিন চালিত নতুন ভ্যান উপহার পেয়েছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে চৌগাছা কাঁচাবাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে ভ্যান চালক মোতালেবের পিতা ফুলসদ্দি ও তার মা মিনু বেগমের হাতে ইঞ্জিন চালিত ভ্যান তুলে দেয়া হয়। নতুন ভ্যান পেয়ে ভীষণ খুশ মোতালেবেরবাবা-মা।
তার বাবা ফুলসদ্দি  বলেন, আমার পরিবারের একমাত্র উপার্জনের সম্বল ভ্যানটি চুরি হয়ে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়ি। এতটাই অভাবে ছিলাম যে ভ্যান চুরি পর ঠিক মতো বাজাঘাট করতে পারিনি। এখন নতুন ভ্যান পেয়ে আমি খুব খুশি।
সহকারী অধ্যাপক ইয়াকুব আলী বলেন, গত ১১ ফেব্রুয়ারী চৌগাছার উদ্দ্যেশে শিশু মোতালেব ভ্যানটি নিয়ে বাড়ি থেকে বের হয়। এদিন চৌগাছা বাজারে আসলে একটি চোর চক্রের কবলে পড়ে সে। এক পর্যায়ে ওই ভ্যানটি কাঁচা বাজার থেকে চুরি হয়ে যায়। এ ঘটনাটি আমার নজরে পড়ে। এসময় অসহায় মোতালেবের একটি ভ্যান দেয়ার জন্য উদ্যোগ গ্রহণ করি। এবং আমার শুভাকাঙ্খী প্রভাষক আসিফ ইকবাল রকি, কাঁচামাল ব্যবসায়ী মুকুল হোসেন, ব্যবসায়ী মিঠু খানকে নিয়ে পরিকল্পনা করি।
অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য চিরকৃতজ্ঞ থাকবো- ড. মুহাম্মদ হুমায়ুন কবির, প্রবাসী শেখ আশিকুর রহমান, মিঠু খান, আতাউর রহমান লাল, গোবিন্দ,মানিক মিয়া, আজহারুল ইসলাম শুভ, মৃধাপাড়া মহিলা কলেজের গ্রন্থাগারিক সহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, আসাদুজ্জামান, রাশেদ, রহমত আলি, বসির উদ্দীন, হাসিবুল ইসলাম, তানজিলা ব্রিকস, ঐশি ব্রিকস, সাগর, মুকুল, মালেক মিয়া, রাসেল, জুয়েল, তিতাস, মঈন, জসিম, জামাল উদ্দীন, সানোয়ার, মোহন, আজিজুর রহমান ও ঝনু মিয়া উপরে।
ভ্যান হারিয়ে যশোরে নতুন ভ্যান পেলো শিশু মোতালেব ভ্যান দেয়ার সময় উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক কামরুজ্জামান, সাংবাদিক ফারুক আহম্মদ, মেহেদী হাসান শিপলু, আইনাল হোসেন, মজনুর রহমান, আসিফ ইকবাল, আলম, শরিফুল ইসলাম, টিপু সুলতান, মফিজুর রহমান, নজরুল ইসলাম, রাজু আহম্মেদ, মফিজুল আলম, মনিরুল, শাহাবুদ্দীন, মমিনুর রহমান, ফারুক হোসেন, শাহিন হোসেন, টকি মাহাবুব প্রমুখ।

Popular

More like this
Related

যায়যায়দিনের ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবিতে ‌ যশোরে সাংবাদিকদের মানববন্ধন 

যায়যায়দিনের ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবিতে ‌ যশোরে সাংবাদিকদের মানববন্ধন ...

সি ইউ সির পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের ঈদবস্ত্র বিতরণ

সি ইউ সির পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের ঈদবস্ত্র...

নির্বাচন যত বিলম্বিত হবে, পরাজিত শক্তিরা মাথা চাড়া দিয়ে উঠবে- অধ্যাপক নার্গিস বেগম 

নির্বাচন যত বিলম্বিত হবে, পরাজিত শক্তিরা মাথা চাড়া দিয়ে...

নিজেকে নির্দোষ দাবি করে কামরুজ্জামান মুন্নার সংবাদ সম্মেলন 

নিজেকে নির্দোষ দাবি করে কামরুজ্জামান মুন্নার সংবাদ সম্মেলন  নিজেকে...