যশোরের কচুয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই, ৬’লাখ টাকার ক্ষতি
যশোরের কচুয়ায় আগুনে পুড়ে ২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। (২৬ ফেব্রয়ারি) বুধবার আনুমানিক রাত ২টার সময় যশোর সদর উপজেলার ১৩নং কচুয়া ইউনিয়ন পরিষদের সামনে জিয়া ফল ভান্ডার নামের একটি আড়ৎ ও চা-পানের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর পেয়ে যশোর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসলেও তার পূর্বেই ফলের আড়ৎ ও চায়ের দোকানটি পুরোপুরি ভশীভূত হয়ে যায়।
এঘটনায় প্রতিষ্ঠানের মধ্যে থাকা অত্যান্ত মূল্যবান কাগজপত্র, একটি ডায়াং ৮০ সিসি মোটরসাইকেল, ডিজিটাল এস্কেলসহ মজুদকৃত বিভিন্ন প্রজাতির মৌসুমী ফল পুড়ে প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভুগী জানিয়েছে। মেসার্স জিয়া ফল ভান্ডারের মালিক জিয়াউর রহমান খান জানান প্রতিদিনের ন্যায় গত রাতেও তার প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যায়।
রাত ২টার পর আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা শুনে ছুটে আসি। স্থানীয়দের সহায়তায় তাৎক্ষনিক আগুন নেভানোর চেষ্টা করেও রক্ষা করতে পারিনি। আড়ৎ ঘরে আমার লক্ষ-লক্ষ টাকার ফলফলাদি মজুদ ছিলো। এছাড়া ৮০ সিসির একটি ডায়াং মোটরসাইকেল, এস্কেল ও আসবপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে।
জিয়া আরো বলেন আমি এখন নিঃস্ব হয়ে গেছি। এ ঘটনায় আমার প্রায় ৫-৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া জনৈক ফজলে করিমের একটি চা-পানের দোকানও পুড়ে পুরোপুরি ভশীভূত হয়েছে।
যশোরের কচুয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই, ৬’লাখ টাকার ক্ষতি