যশোরের কেশবপুর থেকে চিত্রনায়িকা পরিমনির সাবেক স্বামী সৌরভ আটক 

Date:

যশোরের কেশবপুর থেকে চিত্রনায়িকা পরিমনির সাবেক স্বামী সৌরভ আটক  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে যশোরের সৌরভকে গ্রেপ্তার করেছে। সৌরভের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এখনো বিস্তারিত জানায়নি। তবে রাজনৈতিক সংযোগের কারণে তার নাম বিভিন্ন সময় আলোচনায় এসেছে।
জানা গেছে, গ্রেপ্তার হওয়া সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর হিসেবে পরিচিত। তিনি সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপের সদস্য ছিলেন। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকার পাশাপাশি তিনি ব্যক্তিগত জীবনেও বিভিন্ন সময় আলোচনায় উঠে আসেন।
সৌরভের সঙ্গে দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির ২০১২ সালের ২৮ এপ্রিল বিয়ে হয়। তাদের দেনমোহর ধার্য ছিল এক লাখ টাকা। কিন্তু বিয়ের দুই বছর পর থেকেই দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে।
এদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় এসেছেন পরীমনি। সম্প্রতি তিনি ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে তাকে এক পুরুষের বাহুডোরে দেখা যায়। ছবিটির ক্যাপশনে তিনি নতুন জীবনের ইঙ্গিত দিয়েছেন, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।
পরীমনির পোস্ট করা ছবিটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কে এই ব্যক্তি, তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা-কল্পনা চলছে। অনেকেই ধারণা করছেন তিনি হয়তো নতুন সম্পর্কের সূচনা করেছেন। তবে পরীমনি এ বিষয়ে এখনো স্পষ্ট কিছু বলেননি।
যশোরের কেশবপুর থেকে চিত্রনায়িকা পরিমনির সাবেক স্বামী সৌরভ আটক  সৌরভের গ্রেপ্তারের সঙ্গে পরীমনির নতুন সম্পর্কের গুঞ্জনের কোনো সংযোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে দুই ঘটনাই বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Popular

More like this
Related

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি’র কর্মী গুরুতর আহত

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি'র কর্মী গুরুতর আহত...

যশোরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

যশোরের অভয়নগরের পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে।বুধবার উপজেলার পঁচামাগুরা...

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের...

হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন...