যশোরের পুলিশ সুপারকে প্রত্যাহার যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদকে প্রত্যাহার করা হয়েছে । আজ সোমবার পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি করা এক স্মারকে তাকে আগামীকাল মঙ্গলবার তাকে হেডকোয়ার্টারে রিপোর্ট করার নির্দেশ দেয়া হয়েছে। তবে কি কারণে তরিৎ তাকে প্রত্যাহার করা হলো তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি (প্রশাসন) কাজী মোঃ ফজলুল করিম স্বাক্ষরিত ৪৪.০১.০০০০.০১১.০১৯,০১৫,২৫-৬৯২
তারিখ: ১৭/২/২০২৫ খ্রি স্মারকে উল্লেখ করা হয়েছে, যশোর জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে আপনি আগামী ১৮/২/২০২৫ খ্রি তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় রিপোর্ট করবেন। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই স্মারক জারী করা হলো।
যশোরের পুলিশ সুপারকে প্রত্যাহার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকে অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব,পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (প্রশাসন), ডিআইজি (গোপনীয়/অপারেশনস), খুলনা রেঞ্জের ডিআইজিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নূর ই আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন,আমরা চিঠি হাতে পেয়েছি। কিন্তু আকস্মিক কেন এই নির্দেশনা দেয়া হয়েছে তা নিশ্চিত নই