যশোর শহরের বড় বাজারের একটি সিট কাপড়ের দোকানের চুরি হয়েছে। গত শুক্রবার রাতে যে কোন সময় কাপড়ের হাট নামক ওই দোকানের পেছনের দরজা ভেঙ্গে প্রবেশ করে ক্যাশবাক্স থেকে নগদ ৪ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। দোকানটি কাপুড়িয়া পট্টিতে অবস্থিত।
দোকান মালিক শহরের বারান্দী মোল্লাপাড়ার বাসিন্দা কামরুজ্জামান রেজা জানিয়েছেন,শুক্রবার রাত সাড়ে ১১টার পর দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। শনিবার সকাল ৯টার দিকে দোকান খুলে দেখেন ক্যাশবাক্স ভাঙ্গা। এরপর দেখতে পান দোকানের পেছনের দরজা ভাঙ্গা। তার ক্যাশবক্সে রাখা নগদ চার লাখ টাকা নেই। অজ্ঞাত চোর বা চোরচক্র দোকানের ঢুকে ওই টাকা চুরি করে নিয়ে গেছে।
বিষয়টি তিনি কোতয়ালি থানাকে অবহিত করেন। এরপর সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে গিয়ে দোকন পরিদর্শন করেন। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।