যশোরের শার্শায় ৮ লাখ  টাকাসহ  ৪ ছিনতাইকারী আটক

Date:

যশোরের শার্শায় ৮ লাখ  টাকাসহ  ৪ ছিনতাইকারী আটক বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায়  প্রকাশ্যে দিবালোকে রোকনুজ্জামান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার তিন ঘন্টার মধ্যে ৪ ছিনতাই কারী সহ টাকা উদ্ধার করেছে পুলিশ।  বুধবার টাকা ছিনতাইয়ের পর দুই জন স্থানীয়দের চিৎকারে আটক হওয়ার তিন ঘন্টা পর বাকি আরো দুইজনকে অভিযান চালিয়ে টাকা উদ্ধার সহ বাকি দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ছিনতাইকারীরা হলো– ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হৃদয় হোসেন (২৪), শফিক হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৮), একই গ্রামের তরিকুল ইসলাম (২৫) ও ইসলামপুর গ্রামের রাব্বেল (২৩)।
ছিনতাইয়ের শিকার রোকনুজ্জামান উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাগআঁচড়া বাজারের মসজিদ মার্কেটে রুহুল আমিনের মালিকানাধীন নারিশ ফিডের ডিলারের দোকানের ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তাঁকে গুরুতর আহত অবস্থায় প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোরের শার্শায় ৮ লাখ  টাকাসহ  ৪ ছিনতাইকারী আটক পুলিশ জানায়, বাগআঁচড়ার নারিশ ফিশ ফিড লিমিটেডের ডিলার রুহুল আমিনের ব্যবস্থাপক রোকনুজ্জামান নাভারন ও উলাশী বাজারে ফিড কোম্পানির কালেকশন শেষ করে ফিরছিলেন। দুপুর ২টার পরে শার্শার উলাশী ইউনিয়নের উলাশী দণিপাড়া যাত্রী ছাউনীর সামনে নাভারন-সাতীরা সড়কে ছিনতাইকারীরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। তারা রামদা ও চাকু দিয়ে রোকনুজ্জামানকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া করে ছিনতাইকারী হৃদয় হোসেন ও ফয়সালকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। অপর ছিনতাইকারী টাকাসহ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

Popular

More like this
Related

জাকাত আদায়ের মাসয়ালা 

জাকাত আদায়ের মাসয়ালা মাসয়ালা: নিজ প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে যে...

কারাগারে ‘ডান্ডাবেড়ি বাণিজ্য’

কারাগারে ‘ডান্ডাবেড়ি বাণিজ্য’ কক্সবাজার জেলা কারাগার হয়ে উঠেছে ভয়ংকর...

শত্রুর যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরান

শত্রুর যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরান শত্রুর যে...

বরকতময় সেহরি

বরকতময় সেহরি সেহরি খাওয়া সুন্নাত। এক বা দুই ঢোক...