(শুক্রবার) দুপুরে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া রেলগেট মোড়ে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত ও ২ জন আহত হয়েছেন।
আহতদের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।নিহত টফি (৪৬) শহরের রেলগেট এলাকার ইসমাইলের পুত্র। আহতরা হচ্ছেন, আশরাফ আলীর পুত্র রাব্বী (৩২) ও কামাল হোসেনের পুত্র প্রান্ত (২১)।
আহত রাব্বী জানিয়েছেন দুপুর ১২ টার দিকে তিনি (রাব্বী) কয়লাপট্টী রেলগেট রায়পাড়া মোড়ে রাস্তার পাশে দোকানে বসে জিলিপি খাচ্ছিলেন। অপরদিকে টফি দই কিনে নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় বেপরোয়া গতিতে একটি রিকশা এসে টফিকে সাজরে ধাক্কা দিলে টপি ঘটনাস্থলে নিহত হন।
তখন বেপরোয়া গতিতে একটি মোটর সাইকেল এসে নিয়ন্ত্রন হারিয়ে তাকে (রাব্বীকে) ধাক্কা দিলে মোটরসাইকেল চালক প্রান্ত ওপড়ে যায়। এতে রাব্বী ও প্রান্ত গুরুতর আহত হলে তাদেরকে দ্রুত যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর প্রান্তর অবস্থার অবনতি ঘটে । তখন কর্তব্যরত চিকিৎসক প্রান্তকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন।