যশোর শহরের শংকরপুর হাজারীগেটে এনামুল কবীর (৪৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। এনামুল সন্ন্যাসী দিঘিপাড় এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
আসামিরা হলো, শংকরপুর নমসদ্রর পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে রাকিব রেজা রিপন (৩৫), মৃত খলিলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৪০) এবং শহরতলীর মোবারককাঠি গ্রামের দীন মোহাম্মদ মল্লিকের ছেলে ইসরাইল হোসেন (৪৮)।
এজাহারে এনামুল কবীর উল্লেখ করেছেন, আসামিদের সাথে তার জমি নিয়ে বিরোধ ছিলো।
সে কারনে তাকে নানা ভাবে হুমকি দিয়ে আসছিল। গত ৫ ফেব্রুয়ারি সকালে তিনি মোটরসাইকেলে করে কাজে বের হচ্ছিলেন। সকাল ৯টার দিকে বিসমিল্লাহ হ্যাচারির আদুরে পৌছালে আসামিরা তাকে দাড় করায়। এবং মামলা তুলে নেয়ার জন্য চাপ দেয়।
তিনি প্রত্যাখ্যান করলে একটি চাকু দিয়ে তার উরুতে আঘাতে করে। এছাড়া শরীরের অন্যান্য স্থানে আঘাতে করে। সে সময় চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের গুলি করে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে থানায় মামলা করেন।