যশোরে গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ফের রাজপথে সক্রিয় থাকার আহবান অমিতের

Date:

জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এখনো চলছে। যতদিন এদশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত না হচ্ছে ততোদিন বিএনপির প্রতিটি নেতাকর্মীকে রাজপথে থাকতে হবে। মনে রাখতে হবে বিএনপি এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৭ বছর রাজপথে রক্ত ঝরিয়েছে। ৩৬ জুলাই বিপ্লবে বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি জীবন দান করেছে। কিন্তু জুলাই পরবর্তী সরকার মানুষের ভোটের অধিকার এখনো নিশ্চিত করতে পারেনি।

দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিনি দিন অবনতি ঘটছে। দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস বইছে। কিন্তু সরকার নির্বিকার। যতদিন এই দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ন্যস্ত না হচ্ছে ততোদিন আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দেশের সার্বিক অবস্থার পরিবর্তন ঘটবে না।

তাই দেশ বঁাচাতে ও দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষকে রাজপথে সক্রিয় থাকার আহবান জানান বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার বিকেলে যশোর সদর উপজেলার কাশিমপুর মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় অমিত এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান,কৃষক দলের নেতা হাবিবুল ইসলাম কচি প্রমুখ

Popular

More like this
Related

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি’র কর্মী গুরুতর আহত

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি'র কর্মী গুরুতর আহত...

যশোরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

যশোরের অভয়নগরের পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে।বুধবার উপজেলার পঁচামাগুরা...

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের...

হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন...