যশোরে চোখ উপড়ে ফেলার অভিযোগে যুবক গ্রেফতার যশোর শহরের বকচার এলাকায় খালুর চোখ উপড়ে পালিয়ে যাওয়া শেষ রক্ষা হয়নি সেই যুবকের। যশোরের ডিবি পুলিশের নেতৃত্বে আটক করা হয়েছে সেই যুবককে। কি কারনে কেন তার চোখ উঠিয়ে নিয়েছে সে বিষয়টিও স্বীকার করেছেন আটক সাদ্দাম হোসেন। তিনি জানিয়েছেন তার প্রথম স্ত্রী প্রিয়া খাতুনের সাথে খালুর অনৈতিক সম্পর্ক ছিলো।
যার জেরেই খালুর চোখ উপড়ে ফেলেছেন তিনি। শুক্রবার দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয় কনফারেন্স রুমে সাংবাদিকদের এক ব্রিফিংএ যশোরের ভারপ্রাপ্ত অতিরিক্ত সুপার নুর-ই-আলম সিদ্দিকি এ তথ্য জানিয়েছেন। এরআগে বৃহস্পতিবার সন্ধার পর বকচর করিম পাম্প এলাকায় সাদ্দাম তার খালু শহিদুলকে চোখ উপড়ে পালিয়ে যায়। ঘটনার পাঁচ ঘন্টার মধ্যে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে শহরের পালবাড়ি খয়েরতলা এলাকা থেকে সাদ্দামকে আটক করেন।
পুলিশের এই অভিযানে অংশ নেন এস আই অলক কুমার দে এসব আই রাজেশ কুমার দাস, এসআই কামরুজ্জামান সহ আরো অনেকে।ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকি সাংবাদিকদের আরো জানান, দুজনেই একই এলাকার বাসিন্দা।
ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ডিবি পুলিশের তিনটি দল অভিযানে অংশ নেন । আটক সাদ্দাম হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছেন। তিনি জানিয়েছে, ভিকটিম শহিদুল ইসলামের সঙ্গে তার প্রাক্তন স্ত্রীর অনৈতিক সম্পর্ক ছিল। সেই আক্রোশ থেকেই সে এই নৃশংস হামলা চালায়।যশোরে চোখ উপড়ে ফেলার অভিযোগে যুবক গ্রেফতার