যশোরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুন্নাতে খৎনা ক্যাম্পের উদ্বোধন

Date:

জামায়াতে ইসলামী যশোর জেলার পেশাজীবি থানার উদ্যোগে শুক্রবার (৩১শে জানুয়ারী) সকালে যশোর শহরের জেডিএল হাসপাতালে এ সুন্নাতে খাৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা পেশাজীবি থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে সুন্নতে খাৎনা ক্যাম্পের উদ্বোধন করেন যশোর জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন । এসময় আরও উপস্থিত ছিলেন পেশাজীবি থানার সেক্রেটারী আবু ফয়সাল অফিস সেক্রেটারী গাউসুল আজম , ডাক্তার শরিফুজ্জামান রঞ্জু, রেজওয়ান আহম্মেদ প্রমূখ ।
সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ স. আমাদের জন্য একমাত্র অনুস্মরণীয় আদর্শ। তাঁর দেখানো আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলার সবুজ ভূমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই। সম্মিলিত প্রচেষ্ঠায় একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়া সম্ভব।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসম্মত, বাংলাদেশ গড়ার লক্ষেই আমাদের আজকের এই আয়োজন। দেড় হাজার বছর আগে মহানবী (সা.) খতনার উপকারে যে কথা বলেছেন তা ব্যাপক গবেষণা শেষে আজকের আধুনিক বিজ্ঞান স্বীকার করেছে। সুন্নাতে খৎনা ইসলামি ঐতিহ্যের অংশ এবং এর মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। জামায়াতে ইসলামী সবসময় মানুষের সেবা এবং কল্যাণে কাজ করে। এই ক্যাম্প তারই একটি উদাহরণ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাদাররা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরপরই স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞ চিকিৎসকরা শিশুদের খৎনার কাজ শুরু করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার পেশাজীবি থানার নেতৃবৃন্দ জানিয়েছেন, এই ক্যাম্পে সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের জন্য বিনামূল্যে খৎনার ব্যবস্থা করা হয়েছে। এই ক্যাম্পে প্রায় ৫০জন শিশুকে সুন্নাতে খৎনার সেবা প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
তিনি ইনসাফ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা গড়তে সবাইকে বিশ্ব মানবতার মুক্তির দুত রাসূল সা:-এর সুমহান আদর্শের দিকে ফিরে আসার উদাত্ব আহ্বান জানান।

Popular

More like this
Related

যশোরে জামাতের আরবপুর ইউনিয়ন অফিস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত

আজ শুক্রবার বাদ আছর যশোরে জামাতের আরবপুর ইউনিয়ন শাখার...

যশোরের চাচড়ায় ইউপি চেয়ারম্যানের জমি দখল,থানায় অভিযোগ

যশোরের চাচড়ায় ইউপি চেয়ারম্যানের জমি দখল,থানায় অভিযোগ যশোরের মাহিদিয়া...

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুভোচ্ছা মিছিল অনুষ্ঠিত

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুভোচ্ছা মিছিল অনুষ্ঠিত যশোরের...

দলের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: রবিউল ইসলাম

দলের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে:...