যশোরে তরুণীকে গণধর্ষণে জড়িতদের ফাসির দাবিতে আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ

Date:

যশোরে তরুণীকে গণধর্ষণে জড়িতদের ফাসির দাবিতে আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ যশোরের ঝিকরগাছায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে জড়িতদের প্রকাশ্যে ফঁাসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ ও মানববন্ধ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সোমবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে তারা এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন,আমাদের মা-বোনেরা রাস্তাঘাটে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারছে না। প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। শিশু, গৃহবধূসহ কোনো নারীই রেহায় পাচ্ছে না ধর্ষকদের ভয়াল থাবা থেকে। এমন বাংলাদেশ দেখার জন্যতো আমরা আন্দোলন করিনি, রাজপথে রক্ত দেইনি। বক্তারা, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড প্রদান এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খান, মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল-মামুন লিখন, ভারপ্রাপ্ত সদস্য সচিব জান্নাতুল ফুয়ারা অন্তরা প্রমুখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, গতকাল রবিবার বিকেলে ঝিকরগাছার গদখালি ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে ভুক্তভোগী ঔ তরুণী ধর্ষণের শিকার হন। একই দিন চৌগাছায় এক শিশুকে ধর্ষণ চেষ্টা করা হয়। এছাড়াও একই দিন উপশহরে এক শিশুর গলায় চাকু ধরে মাকে ধর্ষণ চেষ্টা চালায়। যা নিয়ে আতঙ্ক বিরাজ করছে জেলাজুড়ে।

Popular

More like this
Related

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি 

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা...

সাবেক এমপি শাহীন চাকলাদার সহ তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুদক 

সাবেক এমপি শাহীন চাকলাদার সহ তার স্ত্রীর বিরুদ্ধে দুটি...

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জীবিত যোদ্ধা শামসুদ্দিনকে দেখতে তার বাসায় যশোরের জেলা প্রশাসক 

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জীবিত যোদ্ধা শামসুদ্দিনকে দেখতে তার বাসায় যশোরের...

যশোরে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরে বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...