যশোরে দখল করে রাখা সড়ক জনপদের জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ হল

Date:

যশোর নড়াইল সড়কের নীলগঞ্জ সুপারি বাগান বিএডিসির প্রাচীরঘেঁষে গড়ে তোলা অবৈধ দোকান উচ্ছেদ শুরু করেছে যশোর সড়র ও জনপথ বিভাগ। সপ্তাহ খানেক আগে অবৈধ দখলদারদের উচ্ছেদের নোটিশ দেয়া হলে ওই অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলছে অবৈধ দখলদাররা ।

সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে উঠা ওই অবৈধ দোকানে গুলোর মালিক যশোর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদুর ইসলাম ফন্টু চাকলাদার।

যশোর-নড়াইল সড়কের বিএডিসের অফিসের প্রাচীরের সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা পড়েছিল দীর্ঘদিন যাবত। ওই ফাঁকা জায়গায় চোখ পড়ে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের। পরে শাহিন চাকলাদার সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিগত চার বছর আগে তার ভাই আওয়ামী লীগ নেতা ফন্টু চাকলাদার ক্ষমতার অপব্যবহার করে ওই ফঁাকা জায়গাটি দখল করে নেন। এরপর সেখানে ৪টি পঁাকা দোকান নির্মাণ করে ভাড়া দেন। নাম প্রকাশে জনৈক একজন ব্যবসায়ী রড সিমেন্টের ব্যবসা করতেন। আওয়ামী লীগ নেতা ফন্টু চাকলাদারের কাছ থেকে তিনি ভাড়া নিয়ে ব্যবসা করতেন। বছর দুইয়েক আগে তিনি ব্যবসা গুটিয়ে নেন।

স্থানীয় কয়েকজন দোকানদার বলেছেন,সপ্তাহ খানেক হলো দোকান ভাঙ্গা শুরু হয়েছে। কারা দোকান ভাংছে এ বিষয়ে তিনি কিছু জানেন না।

তবে অন্য একটি সূত্র জানিয়েছে তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার উচ্ছেদের নোটিশটি পেয়ে ওই ৪টি দোকান অন্য একজনকে বিক্রি করে দেন। তারই এক পরিচিতজন ২ লাখ টাকায় দোকান গুলো কিনে নেন। তিনি শুধু বিল্ডিং কিনে নিয়েছেন। সেখান থেকে পাওয়া উপকরণ গুলো বিক্রি করে দিবেন বলে জানাগেছে।
যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া জানিয়েছেন, সড়কের পাশের ওই স্থানটিতে অবৈধভাবে দোকান নির্মাণ করা হয়েছিল। তাদের কাছে সংবাদ আসলে উচ্ছেদের নোটিশ দেয়া হয়। বলা হয় তারা যদি নিজ খরচে ভেঙ্গে নেয় তাহলে ভাল। তা না হলে তাদের ভাংতে হলে খরচ দিতে হবে। এ কারণে তারা আগের থেকেই দোকান ভাঙ্গার কাজ শুরু করেছেন।

Popular

More like this
Related

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি’র কর্মী গুরুতর আহত

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি'র কর্মী গুরুতর আহত...

যশোরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

যশোরের অভয়নগরের পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে।বুধবার উপজেলার পঁচামাগুরা...

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের...

হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন...