যশোরে দুই খুন

Date:

যশোরে দুই খুন যশোরে একই দিনে পৃথক দুটি ঘটনায় স্বজনের হাতে দুজন খুন হয়েছেন। শনিবার চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে ছেলের হাতে বাবা শরিফুল ইসলাম (৪৫) ও সদর উপজেলার যুগিমাঠপাড়া এলাকায় ভাইয়ের হাতে শহিদুল ইসলাম (৫৫) নামে একজন খুন হন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সদর উপজেলার ইছালি ইউনিয়নের যুগি মাঠ পাড়াতে জমিজমা সংক্রান্তের জেরে শহিদুল ইসলামকে কোদাল দিয়ে পিটিয়ে আহত করে তার ভাই রাসেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, চৌগাছায় পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে শরিফুল ইসলাম (৪৫) কুপিয়ে হত্যা করে  ছেলে মোহাম্মদ রমিম (২২)। পেশায় কৃষক শরিফুলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ছেলে রামিমের। ১৫ দিন আগে তারা পৃথক হয়ে যায়। ছেলেকে জমিজমাও বুঝিয়ে দেন।
শনিবার ভোরে সেহেরির সময় রমিম বাবা শরিফুলের শয়নকক্ষে প্রবেশ করে। পরে ঘুমন্ত বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে শরিফুলের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) নূর ই আলম সিদ্দিকী বলেন, চৌগাছায় ছেলের হাতে বাবা খুন হয়েছে। এ ঘটনায় ছেলেকে আটকে অভিযান চালানো হচ্ছে। আর সদরে জমিজমা সংক্রান্ত জেরে ভাইয়ের কোদালের আঘাতে ভাইয়ের হত্যার ঘটনায় অভিযুক্ত রাসেলকে আটক করা হয়েছে। দুজনের মরদেহ পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Popular

More like this
Related

যশোরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

যশোরের অভয়নগরের পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে।বুধবার উপজেলার পঁচামাগুরা...

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের...

হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন...

যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত...