যশোরে দু’জন ছুরিকাহত যশোরে সন্ত্রাসীদের হামলায় আলাদা দুটি ঘটনায় ছুরিকাকাঘাতে দু’ জন আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর শহরের খড়কি ও বেনাপোলের গয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের সূত্রে জানা গেছে,গত শুক্রবার ৯ টার দিকে এলাকায় জাহিদুল ইসলাম (২৬) নামে এক রিকশাচালক ছুরিকাহত হয়েছেন।
জাহিদুল ইসলাম ওই এলাকার শহীদের ভাড়াটিয়া।
তিনি জানিয়েছেন,তার ভাই (জাহিদুলের) তৈয়বুরকে একই এলাকার হৃদয় মারপিট করে। এ ঘটনায় জাহিদুল ইসলাম প্রতিবাদ জানান। তখন ক্ষিপ্ত হয়ে হৃদয় সহ ৩/ ৪ জন তার পায়ের উরুতে এলোপাতাড়ি ছুরিকাঘাত তিনি দ্রুত আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার পর রাত সোয়া ১১ টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। জাহিদুলের গ্রামের বাড়ি খুলনার পাইকগাছা থানার গজালিয়া গ্রামে। জাহিদুলের দাবি তার উপর হামলাকারীরা সকলেই মাদক ব্যবসায়ী।
অপরদিকে একই রাত ৯ টার দিকে বেনাপোলের রাজাপুরে সুমন হোসেন (২৫) নামে এক যুবক ছুরিকাহত হয়েছেন। সুমন হোসেন বেনাপোলের কাগমারি গ্রামের বাবুল শেখের পুত্র। পেশায় তিনি একজন টাইলস মিস্ত্রি।
ছুরিকাহত সুমন হোসেন জানিয়েছেন,তাদের বাড়ি থেকে একই গ্রামের শুকুর আলীর পুত্র সুমন ৩ মাস আগে টেলিভিশন চুরি করে। পরে সুমন তাদের টাকা ফেরত দিতে রাজি হয়। এ নিয়ে টাইলস সুমনের সাথে চোর সুমনের মতবিরোধ দেখা দেয়। গত শুক্রবার রাত ৯ টার দিকে টাইল সুমন জয় রাধাপুর গ্রামে যাচ্ছিলেন। পথের মাঝে গয়ড়া আব্দুলের মোড়ে পৌঁছলে চোর সুমন তার ওপর অতর্কিত হামলা চালায় এবং দু’ পায়ের উরুতে এলোভাতাড়ী ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ১১ টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। চোর সুমন একজন সন্ত্রাসী বলে টাইলস সুমন জানিয়েছেন।