যশোরে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতাসহ আটক ৪, দুই ছাত্রদল নেতা বহিষ্কার যশোরের ঝিকরগাছায় গদখালিতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গদখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন বাপ্পি, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, বেলেমাঠ গ্রামের জাবেদ হোসেন এবং পটুয়াপাড়া গ্রামের আমিনুর রহমানকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীকেও পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে গদখালি বাজার এলাকায় এক তরুণীকে কৌশলে ফাঁদে ফেলে অভিযুক্ত চারজন তাকে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী থানায় গিয়ে অভিযোগ দাখিল করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,তরুণীটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে যান। কিন্তু অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং অভিযুক্তদের আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে, এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জের (ওসি) বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এই চাঞ্চল্যকর ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অনেকে অভিযোগ করেছেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল, কিন্তু যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে প্রয়োজনীয় আইনি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হবে।
পুলিশ আরও জানিয়েছে, মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করা হবে। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।
এদিকে সর্বশেষ খবরে জানা গেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝিকরগাছা গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন বাপ্পী ও দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাতকে দল থেকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
যশোর জেলা ছাত্র দলের প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য্য এক বিজ্ঞপ্তি মাধ্যমে জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহনেওয়াজ ইমরান এক বিবৃতিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেন।