যশোরে নারিকেলের ক্ষতিকর সাদামাছি পোকার সমন্বিত ওপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

Date:

যশোরে নারিকেলের ক্ষতিকর সাদামাছি পোকার সমন্বিত ওপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগ, গাজীপুর ও আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্র, যশোর এর যৌথ উদ্যোগে আরএআরএস এর সেমিনার কক্ষে নারিকেলের ক্ষতিকর রোগোছ স্পাইরালিং সাদামাছি পোকার সমন্বিত ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস শুক্রবার সকালে ও বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট,গাজীপুর এর কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.নির্মল কুমার দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত এপ্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএআরএস, যশোর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কাওছার উদ্দিন আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসও, কীটতত্ত্ব বিভাগের ড.একেএম জিয়াউর রহমান, পিএসও,কীটতত্ত্ব বিভাগের. এটিএম হাসানুজ্জামান,এসএসও,কীটতত্ত্ব বিভাগের ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান।
এছাড়াও আরএআরএস,যশোর এর বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। উক্ত কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস কার্যক্রমে অংশগ্রহনকারীদের নারিকেলের সাদামাছি পোকা দমন ব্যবস্থাপনা বিষয়ক গবেষনা ফলাফল সরেজমিনে প্রত্যক্ষ করেন। দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে যশোর জেলার উপজেলার কৃষান কৃষানীরা অংশগ্রহন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর জেলার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. মোঃ কফিল উদ্দিন।

Popular

More like this
Related

আমরা স্থায়ীভাবে ঐক্য গড়তে চাই: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ...

যত বাধাই আসুক, নতুন বাংলাদেশ গড়বই

যত বাধাই আসুক, নতুন বাংলাদেশ গড়বই পবিত্র ঈদুল ফিতরের...

আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করাই হোক এবারের ঈদের অঙ্গীকার: তারেক রহমান 

আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করাই হোক এবারের ঈদের...

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল ফিতর...