যশোরে নিখোঁজের তিনদিন পরে ইজিবাইকি চালক লাশ উদ্ধার, তিনজন আটক

Date:

চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃযশোরের চৌগাছায় নিখোঁজের তিনদিন পর পুলিশ ইজিবাইক চালক সোহাগ হোসেন রকির (২২) লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সোহাগ হোসেন রকি উপজেলার পুড়াহুদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। (১৮জানুয়ারি)শনিবার রাতে তরিকুল ইসলাম পৌর কলেজ সংলগ্ন বুড়িগাঙ থেকে যশোর পিবিআই ও থানা পুলিশ রকির লাশ উদ্ধার করে। হত্যাকান্ড ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ইজিবাইক চালক সোহাগ হোসেন রকি (২২) গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মত ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হন। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে রাত পার হলেও রকি বাড়ী ফেরেননি।
ফলে পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকেন। তারপরও তার হদিস পাওয়া যায়নি। এই অবস্থায় রকির পিতা লিয়াকত হোসেন ১৮ জানুয়ারি চৌগাছা থানায় সাধারণ যায়েরি করেন।

নিখোঁজের বিষয়টি তদন্তের জন্য যশোর পিবিআইকে দায়িত্ব দেয়া হয়। এরপর পিবিআই দ্রুত তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায় মোবাইলের সূত্র ধরে পুড়াহুদা গ্রামের সোহানুর রহমান (২০), ইছাপুর গ্রামের শরিফুল ইসলাম সজল হোসেন (১৮) ও পাঁচনামনা গ্রামের সুজন, হোসেন(১৭) কে আটক করে। আটকের পর তাদের দেয়া তথ্য মতে শনিবার
অনুমান রাত ১ টার সময় সোহাগ হোসেন রকির লাশ পৌরসভা অবস্থিত তরিকুল ইসলাম পৌর কলেজ সংলগ্ন বুড়িগাঙের পট-কচুড়ির ভিতর থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত নিহতের লাশ রবিবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, রকি ইজিবাইক চালিয়ে সংসার চালাতো। প্রতিদিন রাত ৮/৯ টার মধ্যে বাসায় ফিরত। ওই বাড়ীতে না আসায় আমরা ব্যাপক খোঁজাখুজি করা হয়। তারপরও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে থানায় গিয়ে জিডি করা হয়।

থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ইজিবাইক উদ্ধারসহ হত্যার আলামত উদ্ধারে যশোর পিবিআই ও থানা পুলিশ কাজ করছে।

Popular

More like this
Related

৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই: জামায়াত আমির

৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে...

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে চৌগাছায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল 

চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে চৌগাছায় ইসলামী ছাত্র...

নির্বাচনকেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপির

নির্বাচনকেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপির বিএনপি মহাসচিব মির্জা...

নির্বাচনকেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপির

নির্বাচনকেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপির  বিএনপি মহাসচিব...