যশোরে পটকা বাজি ফুটানোকে কেন্দ্র করে যুবক খুন যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদহ গ্রামে ঈদের দিন বাজি ফুটানোকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে অলিদ হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি নওদাগ্রামের বিশ্বাসবাড়ী মোড় এলাকার হৃদয় হোসেনের ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। তারা হলেন একই এলাকার বহর আলীর ছেলে আরিফ হোসেন (১৭), লুৎফর মোল্লার ছেলে রিপন হোসেন (৪০) তার ছেলে আপন (১৭) ও সাইদের ছেলে শামীম হোসেন (১৭)।
সূত্র জানায়, হতাহতরা গতকাল ঈদের দিন রাত সাড়ে আটটার দিকে পাগলাদহ গ্রামে পটকা ফাঠাচ্ছিলেন। এ সময় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিজেদের মধ্যেও ছুরিকাঘাতে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার অলিদকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।