যশোরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

Date:

যশোরের অভয়নগরের পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে।বুধবার উপজেলার পঁচামাগুরা ও বুইকারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।মৃত শিশুরা হলেন, পঁচা মাগুরা গ্রামের শামিম হোসেনের দেড় বছর বয়সী ছেলে আরিয়ান ও বুইকরা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে রোকসানা(১০)।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলীম জানান,সকাল ১০টার দিকে মাগুরা গ্রামের আরিয়ান বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় আরিয়ানের মা বড় মেয়েকে নিয়ে পাশের বাড়িতে যান। বাড়ি এসে আরিয়ানকে না পেয়ে খুঁজতে থাকেন। পরে স্থানীয়রা পুকুরে শিশুটির পা ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুপুরে উপজেলার বুইকরা গ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় রোকসানা। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলিমুর রাজিব বলেন, দুই শিশুই হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে। মরদেহ তাদের পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

Popular

More like this
Related

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি’র কর্মী গুরুতর আহত

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি'র কর্মী গুরুতর আহত...

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের...

হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন...

যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত...