যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Date:

যশোরে আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার ভোরে ও সকালে নিয়ন্ত্রণ হারিয়ে ও মাটিবোঝাই ট্রাকের চাপায় এ দুর্ঘটনা তিনটি ঘটে।
নিহতরা হচ্ছেন,সাতক্ষীরা কলারোয়া উপজেলার হামিদুল ইসলাম(৩৪) ও একই উপজেলার বসতপুর গ্রামের প্রান্ত রায়(২৩)।
এঘটনায় আহতরা হলো যশোর সদর উপজেলার কাশিমপুর নওদা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে আবিদুল ইসলাম(১৬), বড় হৈবতপুরের শওকত আলীর ছেলে শিপন(১৫) ও নিশ্চিন্তপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে আসিকুর রহমান আশিক(১২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামিদুল ইসলাম প্রতিদিনের ন্যায় বুধবার সকালে সাইকেলে করে ভাঙারি সংগ্রহ করতে বের হন। এ সময় সকাল ৭টার দিকে ঝিকরগাছার বাঁকড়া গ্রামের খোরদো বাঁকড়া সড়কের ইমান আলী মুন্সীর বাড়ির সামনে পৌছান। তখন মাটিবোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে বাাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
অপরদিকে,সকাল ৮টার দিকে ঝিকরগাছা বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুলের সামনে ইটভাটার মাটিবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী প্রান্ত রায় নিহত হন। প্রান্ত রায় বাঁকড়া বাজারে স্বর্ণের কাজ করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাবলুর রহমান খান বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশগুলো পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
এদিকে বুধবার(২২জানুয়ারি) ভোর ১টার দিকে যশোর ঝিনাইদহ সড়কের সাত মাইল বাজার থেকে কাজ শেষ করে একটি মোটরসাইকেলে করে তিনবন্ধু বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে ছোট হৈবতপুর সিদ্দিক চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এসময় মোটরসাইকেলে থাকা তিনজন রাস্থার উপরে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে পথচারীরা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আঘাত মারাত্মক হওয়ার কারনে সার্জারি বিভাগের ডাক্তার আশরাফুল ইসলাম আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

Popular

More like this
Related

যশোরে জামাতের আরবপুর ইউনিয়ন অফিস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত

আজ শুক্রবার বাদ আছর যশোরে জামাতের আরবপুর ইউনিয়ন শাখার...

যশোরের চাচড়ায় ইউপি চেয়ারম্যানের জমি দখল,থানায় অভিযোগ

যশোরের চাচড়ায় ইউপি চেয়ারম্যানের জমি দখল,থানায় অভিযোগ যশোরের মাহিদিয়া...

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুভোচ্ছা মিছিল অনুষ্ঠিত

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুভোচ্ছা মিছিল অনুষ্ঠিত যশোরের...

দলের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: রবিউল ইসলাম

দলের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে:...