যশোরে ফ্লাট বিক্রির নামে টাকা আত্মসাতের অভিযোগে অধ্যক্ষসহ দুই জনের বিরুদ্ধে মামলা

Date:

যশোর শহরের আইটি পার্কের সামনে ৯ তলা ভবনের ফ্লাট বিক্রির নামে টাকা আত্মসাতের অভিযোগে মণিরামপুরের গোপাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষসহ দুই জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর শহরের ঝুমঝুমপুর এলাকার মৃত জবেদ আলী বিশ্বাসের ছেলে ওলিয়ার রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি গ্রহণ করে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, মণিরামপুরের গোপাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম ও সানফ্লাওয়ার বিল্ডার্স এন্ড প্রোপাটিজ লিমিটেডের মালিক শহিদুল ইসলাম।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ১০ জানুয়ারি ওলিয়ার রহমান যশোর-খুলনা মহাসড়কের আইটি পার্কের সামনে আরএস ১৩৬ দাগের জমির উপর সানফ্লাওয়ার বিল্ডার্স এন্ড প্রোপাটিজ লিমিটেডের সাইনবোর্ডে ফ্লাট বিক্রি হবে বলে বিজ্ঞাপন দেয়া দেখেন। এরপর তিনি সানফ্লাওয়ার বিল্ডার্স এন্ড প্রোপাটিজের মালিক শাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করে ৯ তলা ভবনের ৫ তলায় একটি ফ্লাট কেনার প্রস্তাব দেন। চুক্তি অনুযায়ী ওলিয়ার রহমান ফ্লাটের দাম ২১ লাখ টাকা নির্ধারন করে ২০১৯ সালের ২৩ মে ৩ লাখ ১০ হাজার টাকা বানয়না এবং ৩৬ মাসে বাকি টাকা পরিশোধের অঙ্গীকার করেন ।

এরমধ্যে তিনি ১৯ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করে আসামি শহিদুল ইসলামকে। চুক্তি অনুযায়ী ৩ বছরের মধ্যে ফ্লাটের কাজ শেষ করে তাকে বুঝে দেয়ার কথা ছিল। আসামি শহিদুল ভবন তৈরী ও ফ্লাট বুঝে না দেয়ায় চুক্তি দেয়া আসামির ঠিকানায় টাকা ফেরত চেয়ে আবেদন করা হয়। আসামিরা আবেদন গ্রহণ করে ২০২৪ সালের ৯ মে টাকা ফেরত দিবে বলে উভয় আসামি একটি অঙ্গীকার নামা করে দেন। পরবর্তীতে আসামি একাধিকবার সময় নিয়ে টাকা ফেরত না দিয়ে ঘোরাতে থাকেন।

এক পর্যায়ে ওলিয়ার রহমান খেঁাজ নিয়ে জানতে পারেন আসামিরা ভবন নির্মাণ করে ফ্লাট বিক্রি বিজ্ঞাপন দিয়ে বহু লোকের টাকা নিয়ে আত্মসাত করেছেন। অবশেষে টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

Popular

More like this
Related

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি’র কর্মী গুরুতর আহত

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি'র কর্মী গুরুতর আহত...

যশোরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

যশোরের অভয়নগরের পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে।বুধবার উপজেলার পঁচামাগুরা...

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের...

হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন...