যশোরে মধ্যরাতে নাইটগার্ডকে বেঁধে ডাকাতির ঘটনায় মামলা

Date:

যশোরে একটি ইজিবাইকের শোরুমে দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। উপশহরের গোল্ডেন বাইক শোরুমের মালিক নুরনবী নিশান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে শনিবার রাতে কোতোয়ালি থানায় মামলাটি করেছেন। তবে, এ ঘটনায় কাউকেই এখনো আটক করা হয়নি।

মামলায় তিনি উল্লেখ করেন, শুক্রবার রাত আড়াইটার পর একদল ডাকাত তার প্রতিষ্ঠানে হানা দেয়। তাদের প্রত্যেকের হাতে রামদা, হাসুয়া ও লোহার রড ছিলো। এসময় তারা প্রতিষ্ঠানের নাইটগার্ড আবুল হোসেনকে বেঁধে ৮/১০ জন দোকানের তালা ভেঙে মালামাল নিয়ে চলে যায়। পরে খবর পেয়ে তিনি রাতেই শোরুমে চলে আসেন। এসে দেখেন ড্রয়ারে নগদ ২৫ হাজার হাজার টাকা ছিলো তা নেই।

এছাড়া ১শথ১২ পিছ নতুন ইজিবাইকের ব্যাটারী যার দাম ১৮ লাখ টাকা, পুরাতন ২০ পিছ ব্যাটারী যার দাম এক লাখ ৬০ হাজার, রিক্সা ও ভ্যানের ১০ পিছ নতুন ব্যাটারী যার দাম তিনলাখ ও ইজিবাইকের ২০ পিছ নতুন টায়ার যার দাম ২৫ হাজার টাকাসহ সর্বমোট ২৩ লাখ ১০ হাজার টাকার মালামাল নেই। প্রতিকার পেতে তিনি আইনের আশ্রয় নেন।
এ বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর স্বপন কুমার দাস বলেন, বেশ কয়েকটি সূত্র ধরে তদন্ত চলছে। কিছুটা অগ্রগতি হয়েছে। এ বিষয়ে পুলিশের সাথে ডিবিও কাজ করছে বলে তিনি জানান।

Popular

More like this
Related

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি’র কর্মী গুরুতর আহত

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি'র কর্মী গুরুতর আহত...

যশোরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

যশোরের অভয়নগরের পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে।বুধবার উপজেলার পঁচামাগুরা...

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের...

হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন...