যশোরে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা ১২ কেজি গঁাজাসহ শান্ত ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে। সে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ছোট মসজিদ এলাকার সোহাগ মিয়ার ভাড়াটিয়া আক্তার শেখের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সূত্রে জানতে পারেন গত মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে উপশহর খাজুরা বাসস্ট্যান্ডে এক ব্যক্তি মাদক বহনের জন্য অপেক্ষো করছে। সংবাদ পেয়ে র্যাবের একটি টিম উল্লেখিত স্থানের একটি আবাসিক হোটেলের সামনে থেকে একটি কালো রং এর ট্রাভেল ব্যাগের কাছ থেকে শান্তকে আটক করা হয়। পরে ওই ব্যাগ তল্লাশি করে ১২ কেজি গঁাজা উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।